ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে আটজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত আনোয়ার হোসেন জানিয়েছেন, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধসহ আদালতের পরোয়ানা ভুক্ত পলাতক আসামিদের কঠোর শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে কোতোয়ালি মডেল থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় অভিযান পরিচালনা করে ৮ জনকে গ্রেফতার করা হয়।
এর মাঝে এসআই কামরুল ইসলাম সংগীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে মাদক মামলার আসামী শুভকে ১০ গ্রাম হেরোইনসহ, এসআই অসীম কুমার দাস সংগীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে প্রতারনা মামলার আসামী মোঃ খাইরুল ইসলাম, মোঃ শহিদ মিয়াকে একটি সোনার বার সাদৃশ্য বস্তুসহ গ্রেফতার করে।
এসআই মনিতোষ মজুমদার সংগীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে চুরি মামলার আসামী মোঃ হেলাল উদ্দিন, মোঃ রাজনকে ২টি ব্যাটারী চালিত ভ্যান গাড়ী ও ১টি ভ্যান গাড়ীর লোহার বডিসহ, এসআই কুমোদলাল দাস সংগীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে ডাকাতির চেষ্টা মামলার আসামী মোঃ রাব্বী আলী, এসআই সাজ্জাদ হোসেন সজীব সংগীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে অন্যান্য মামলার আসামী মোঃ লিংকনকে গ্রেফতার করে।
এছাড়া এসআই নুর মোহাম্মদ অভিযান পরিচালনা করে গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী পন ঘাগড়ার নজরুল ইসলামকে গ্রেফতার করেন। তাদেরকে মঙ্গলবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ পরিদর্শক তদন্ত আনোয়ার হোসেন জানিয়েছেন।