ময়মনসিংহে মহিলাবিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) এর আওতায় উপজেলার ৪নং পরানগঞ্জ ইউনিয়নের উপকারভোগীর মাঝে ২০২৪-২৫ দুই বছরে সঞ্চয়ের টাকা প্রদান করা হয়েছে।
বুধবার (০৫ মার্চ ২০২৫) তারিখে দুপুরে উপজেলার ৪নং পরানগঞ্জ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউপির চেয়ারম্যান আবু হানিফ এর সভাপতিত্বে উপকারভোগীর মাঝে সঞ্চয়ের টাকা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তথ্য মতে, প্রতি উপকারভোগীর মাঝে মাসিক ২২০ টাকা হারে ২৪ মাসের মোট ৫ হাজার ২৮০ টাকা করে সঞ্চয়ের অর্থ প্রদান করা হয়েছে। এ হিসেব মতে ইউনিয়নের ২৬৮ জন উপকারভোগীর মাঝে এ-টাকা বিতরণ করা হয়েছে।
এসময় ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং শাখার ইউনিয়নের এজেন্ট ও ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গ্রাম পুলিশ ও ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আগত ২৬৮ জন ভিডব্লিউবি সুবিধাভোগী বিভিন্ন বয়সের নারী উপস্থিত ছিলেন।