মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি :
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ৫নং সমাজ সহিলদেও ইউনিয়নের সহিলদেও উপস্বাস্থ্য কেন্দ্রের সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে। দখলদাররা সরকারি ওই কেন্দ্রের জমিতে ব্যক্তিগত বাড়ি-ঘর বানিয়ে দখল করে রেখেছে। এমনকি স্বাস্থ্যকেন্দ্রের খালি জায়গায় শাক-সবজি চাষ করে দখল করা হয়েছে। গত দুই মাস ধরে কোন চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী সেখানে যাচ্ছে না। ফলে বিঘ্নিত হচ্ছে ওই ইউনিয়নের ২৮ গ্রামের ৩০ হাজার মানুষের চিকিৎসা সেবা। অপরদিকে স্বাস্থ্য কেন্দ্রের জমি দখল করে বাড়ি-ঘর নির্মাণ করলেও স্বাস্থ্য বিভাগ কোন ব্যবস্থা নেয়নি। সরেজমিনে গিয়ে দেখা গেছে, সহিলদেও উপস্বাস্থ্য কেন্দ্রটি তালাবদ্ধ। চারিদিকের পরিবেশ ছিল নোংরা। এসময় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কাউকেই পাওয়া যায়নি। উপজেলার ৫নং ইউনিয়নের কেন্দ্রস্থলে ২৮ গ্রামের ৩০ হাজার মানুষের চিকিৎসা সুবিধা নিশ্চিতের জন্য ওই উপস্বাস্থ্য কেন্দ্রটি প্রতিষ্ঠা করা হয়। সরেজমিন আলাপকালে সহিলদেও গ্রামের কৃষক সম্রাট মিয়া ও সেলিম তালুকদার জানান, গত দুইমাস ধরে স্বাস্থ্যকেন্দ্রের তালা খোলা হয় না। এমনকি চিকিৎসক কিংবা স্বাস্থ্যকর্মী কেউই এখানে আসে না। ফলে আমরা চিকিৎসা নিতে পারছি না। অসুস্থ হলে উপজেলা সদর গিয়ে চিকিৎসা নিতে হয়। এতে করে যাতায়াত খরচ বাবদ দুই-তিনশ টাকা গুনতে হয়। এসব বিষয়ে আলাপকালে ৫নং সমাজ-সহিলদেও ইউনিয়নের সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম খান সোহেল বলেন, আমি বার বার উপজেলা পরিষদের মাসিক সভায় বিষয়টি উপস্থাপন করেছি। কিন্তু কর্তৃপক্ষ কোন নজরই দেননি। এ ব্যাপারে যোগাযোগ করা করা হলে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রেহেনা পারভীন বলেন, সহিলদেও উপস্বাস্থ্য কেন্দ্রের বাউন্ডারী ওয়াল নির্মিত হলে দখলদার এমনিতেই ছেড়ে যাবে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী না থাকার বিষয়ে বলেন, জনবল সংকটের কারণে আমরা সপ্তাহে একদিন সেকমো পাঠিয়ে চিকিৎসা কার্যক্রম চালাচ্ছি।