নেত্রকোনার মোহনগঞ্জে মুকসুদ আলী মেমোরিয়াল ট্রাস্টের ১৬তম শিক্ষা বৃত্তি ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় মোহনগঞ্জ উপজেলা মাল্টিপারপাস অডিটরিয়ামে ট্রাস্টের সভাপতি আবুল কালাম সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষাবৃত্তি ও গুণীজনদের মাঝে ক্রেস্ট তুলে দেন। গুণীজনরা হলেন- শিক্ষাবিদ ও প্রবীণ সাংবাদিক অধ্যক্ষ নরোত্তম রায়, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক এম.এ গণি আকন্দ। পরে ৩৩জন কৃত্বি শিক্ষার্থীকে সনদপত্র ও এক হাজার টাকা প্রদান করা হয়।