নেত্রকোনার মোহনগঞ্জ মহিলা কলেজে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। মোহনগঞ্জ মহিলা কলেজ হল রুমে কলেজের অধ্যক্ষ মোঃ মোখলেছুর রহমান আকন্দ এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
২০২২-২৩ শিক্ষাবর্ষ স্নাতক এর শিক্ষার্থীদের সংবর্ধনা ও ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান দুইটি পর্বের প্রথম পর্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মোহনগঞ্জ উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মোঃ সিরাজ উদ্দিন তালুকদার। অন্যান্যদের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, কলেজের প্রভাষক রতন চন্দ্র দেবনাথ, হাবিবুর রহমান, তাপস কুমার সরকার, রায়হান আক্তার লাকি, ময়মনসিংহ মহানগর জামাতের সাংগঠনিক সম্পাদক আল হেলাল তালুকদার, উপজেলা জামায়তের আমির হামিদুল্লাহ তালুকদার, পৌর ছাত্রদলের আহ্বায়ক নাজমুস সাদী চৌধুরী অপু বক্তব্য রাখেন। দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করে কলেজের শিক্ষার্থীরা।