মোহনগঞ্জ-ময়মনসিংহ রুটে চলাচলকারী লোকাল ট্রেনটি ইঞ্জিন বিকলের কারণে গত এক সপ্তাহ ধরে বন্ধ রয়েছে। এতে রেল যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছে। ঈদের আগে ওই লোকাল ট্রেনটি বন্ধ হওয়ায় যাত্রী সাধারণ দুর্ভোগ পড়েছে।
মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার মোঃ আতাউর রহমান জানান, ইঞ্জিন বিকল হওয়ায় লোকাল ট্রেন বন্ধ রয়েছে। ইঞ্জিন মেরামতের জন্য চট্টগ্রাম পাঠানো হয়েছে। জানা গেছে, ট্রেনটি প্রতিদিন ময়মনসিংহ রেল জংশন স্টেশন থেকে ভোর ৫টা ৪০ মিনিট এবং দুপুর ২টা ১০ মিনিটে পণ্য বহনকারী বগি এবং যাত্রীবাহী বগি নিয়ে মোহনগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসত। কিন্তু গত ৩১ মে থেকে ট্রেনটি আসা-যাওয়া করছে না। এর ফলে নেত্রকোণা জেলা শহরসহ আশপাশ উপজেলার বিভিন্ন মানুষজন দুর্ভোগে পড়েছেন। ময়মনসিংহ জংশন স্টেশন থেকে মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের ৬৮দশমিক ৫কিলোমিটারের মধ্যে শ্যামগঞ্জ স্টেশন, হিরণপুর স্টেশন, চল্লিশা স্টেশন, নেত্রকোণা বড় স্টেশন, নেত্রকোণা কোর্ট স্টেশন, ঠাকুরাকোণা স্টেশন, বারহাট্টা স্টেশন ও অতিথপুর রেলওয়ে স্টেশনের যাত্রীরাও পোহাচ্ছেন দুর্ভোগ। মোহনগঞ্জ লোকাল ট্রেনে নিয়মিত যাতায়াতকারী হিরণ তালুকদার ও পূর্ণিমা সরকার বলেন, ‘ট্রেনটি বন্ধ থাকায় চাকরিজীবী, ব্যবসায়ী ও সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। ঈদের আগেই ট্রেনটি চালুর জন্য স্থানীয়রা দাবী জানান।