মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার সকালে স্থানীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের শ্রদ্ধা নিবেদন করেছেন নেত্রকোনার মোহনগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকরা। উপজেলা প্রশাসনের আয়োজনে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা হয়। পরে সকাল ৭টা ৩০ মিনিট শহীদ মিনারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বার্হী কর্মকর্তা রেজওয়ানা কবির ও সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের। পরে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, মোহনগঞ্জ থানা পুলিশ, উপজেলা বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিকদল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মোহনগঞ্জ প্রেসক্লাব, বাংলাদেশ জামায়েতে ইসলামী, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা শ্রেণি পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। মোহনগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এম.এস দোহার সভাপতিত্বে প্রেসক্লাবের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় সদস্য সচিব কামরুল ইসলাম রতন, সাংবাদিক আবুল কাসেম আজাদ, নুরুল হুদা, রফিকুল ইসলাম রকিব, মেহেদী ইকবাল দোলন, মানিক তালুকদার, শ্যামল চৌধুরী, নূর আলম সিদ্দিকী, সাইফুল আরিফ জুয়েল, আব্দুর রব খান ঠাকুর, হাবিবুর রহমান চৌধুরী, সুমন মাহমুদ শেখ, হাসান খান, রফিকুল ইসলাম, রিংকু রায় প্রমুখ উপস্থিত ছিলেন।