নেত্রকোণার মোহনগঞ্জ থানায় মঙ্গলবার সকাল সাড়ে এগারোটায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে এস.আই কানাইলাল চক্রবর্তীর সঞ্চালনায় ওপেন হাউজ ডে অনুষ্ঠানে চুরি, মাদক ও যানজটের উপরে বিস্তারিত আলোচনা হয়। এতে বক্তব্য রাখেন বিএনপি উপজেলা শাখার আহবায়ক সেলিম কার্ণায়েন, সদস্য সচিব টিপু সুলতান, পৌর বিএনপির সদস্য সচিব গোলাম রব্বানী পুতুল, উপজেলা জামাতের আমির মোঃ মোফাজ্জল হোসেন সবুজ, বণিক সমিতির আহ্বায়ক ব্যবসায়ী হাজী মোঃ শাহজাহান মিয়া, ব্যবসায়ী গোলাম রাব্বানী, নিবারণ সাহা নান্টু, শ্যামল মোল্লা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক সভাপতি মিহির গোস্বামী, সাবেক ইউপি চেয়ারম্যান স্বপন, মাসুম বিল্লাহ প্রমুখ।