নেত্রকোণার মোহনগঞ্জের পৌর শহরের দক্ষিণ দৌলতপুর (শেখ বাড়ী) এলাকায় সোমবার দিবাগত রাত ১০টার দিকে অভিযান চালিয়ে ৬ গ্রাম হেরোইনসহ মোঃ নূরে আলম রিয়াদকে (৩২) আটক করেছে সেনাবাহিনী। এসময় তার কাছ থেকে একটি হেরোইন মাপার যন্ত্র, ৫শ টাকার একটি জাল নোট ও দুইটি মোবাইলফোন উদ্ধার করা হয়। নেত্রকোণা আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর নাজমুজ সাকিব এ তথ্য নিশ্চিত করেছেন। সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১০টার দিকে পৌরশহরের দক্ষিণ দৌলতপুরে নূরে আলম রিয়াদের বাসায় অভিযান চালায় মোহনগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাপ্টেন তাহমিদুল আলম নোমানের নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যরা। বাসা তল্লাশি করে ৬ গ্রাম হেরোইন, একটি হেরোইন মাপার যন্ত্র, ৫শ টাকার একটি জাল নোট পাওয়ার পর তাকে আটক করা হয়। আটককৃত নূরে আলম রিয়াদ হলো মোঃ সাইদুর রহমানের ছেলে। মেজর নাজমুজ সাকিব জানান, আটককৃত নূরে আলম রিয়াদকে হেরোইন ও জব্দকৃত সরঞ্জামসহ রাতেই মোহনগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বলেন, মাদক আইনে মামলা করে মঙ্গলবার আসামিকে নেত্রকোনা কোর্টে প্রেরণ করা হয়েছে।