মোহনগঞ্জে স্কুল ছাত্রীর ধর্ষনের ঘটনায় মানববন্ধন ধর্ষক গ্রেফতার
স্টাফ রিপোর্টার : রিংকু রায়
আপডেটের সময় :
রবিবার, ১৪ জুলাই, ২০২৪
১৮৫
টাইম ভিউ :
মোহনগঞ্জে স্কুল ছাত্রীর ধর্ষনের ঘটনায় মানববন্ধন ধর্ষক গ্রেফতার
নেত্রকোনার মোহনগঞ্জে ৫ম শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষনের ঘটনায় প্রতিবাদ ও বিচারের দাবিতে রোববার মানববন্ধন করেছে এলাকাবাসী। উপজেলার মোহনগঞ্জ-সমাজ সড়কে পাবই এলাকায় বিক্ষুব্ধ এলাকাবাসী ওই মানববন্ধন কর্মসূচীতে ধর্ষকের ফাঁসি দাবি করে শ্লোগান দেয়।
মোহনগঞ্জে স্কুল ছাত্রীর ধর্ষনের ঘটনায় মানববন্ধন ধর্ষক গ্রেফতার
জানা গেছে, উপজেলার ১নং বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নের পাবই হাজী এ মোতালিব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ওই স্কুল ছাত্রী (১২) গত বুধবার ছুটির পর নিজ বাড়িতে ফিরে গিয়ে ধর্ষনের শিকার হয়। শনিবার এ ঘটনায় মোহনগঞ্জ থানায় মামলা হলে পুলিশ ধর্ষক পাবই গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে উজ্জ্বল মিয়া (৪০) কে গ্রেফতার করে। মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন জানান, ধর্ষক উজ্জ্বল মিয়াকে রোববার আদালতে পাঠানো হয়েছে। এদিকে বিক্ষুব্ধ এলাকাবাসীর ডাকে রোববার মানববন্ধন কর্মসূচিতে শতশত নারী-পুরুষ অংশ নিয়ে ধর্ষকের শাস্তির দাবি করে। ওই মানববন্ধনে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পান্না রানী রায় সহ শিক্ষকমন্ডলীগণ অংশগ্রহণ করে। প্রধান শিক্ষিকা পান্না রানী রায় জানান, ওই স্কুল ছাত্রী মেধাবী শিক্ষার্থী। পঞ্চম শ্রেণিতে তার রোল ২। তিনি আরো জানান, ধর্ষক উজ্জ্বল মিয়ার ছেলে অনন্ত একই স্কুলের ৫ম শ্রেণির শিক্ষার্থী। ভিকটিমের সহপাঠীও ছিল অনন্ত।