মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি :
নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহর সহ উপজেলার বিভিন্ন নিচু এলাকা বন্যা ও বৃষ্টির পানিতে পানিবন্দি হয়ে পড়েছে। নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। পৌর শহরের পুকুরিয়া, রাউৎপাড়া, বার্ত্তারগাতী ও সাতুর এলাকায় অত্যন্ত ৫০ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। উপজেলার ৭নং গাগলাজুর ইউনিয়নে অধিকাংশ গ্রামই বানের পানিতে থৈ থৈ করছে। সেখানকার ইউপি ভবনে কয়েকটি পরিবার আশ্রয় নিয়েছে বলে ৭নং গাগলাজুর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব জানান। তেতুলিয়া ইউনিয়নের ফাগুয়া, নোয়াগাঁও ও জৈনপুরের উকিল বাজার এলাকায় প্রায় শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে বলে ৩নং তেতুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম চৌধুরী জহর জানান। হাওর জনপদ করাচাপুরের বাসিন্দা নাছিম আহমেদ জানান, করাচাপুর-বরান্তর সড়ক ৩ ফুট পানির নিচে তলিয়ে আছে। অতি বৃষ্টির কারণে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা কবির এবং পৌর মেয়র লতিফুর রহমান রতন বুধবার পৃথক পৃথক ভাবে বন্যা পরিস্থিতি দেখতে সরেজমিন বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।