নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার ২নং বড়তলী-বানিয়াহারী ইউনিয়নের দিশারী যুব সংঘের উদ্যোগে দিশারী বৃত্তি পরীক্ষা/২০২৪-এর বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার ১২টায় সামাইকোনা এলাকায় দিশারী যুব সংঘের কার্যালয়ের সার্বিক ব্যবস্থাপনার সভাপতি মোঃ শাহিন উদ্দিন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ রায়হান সিদ্দিকী (ফারুক) এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবুল হোসেন। এছাড়াও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান হাবিব, বিশিষ্ট ব্যক্তি মোঃ তোফাজ্জল হোসেন বকুল, মোঃ তাহের উদ্দিন, জনতা উচ্চ বিদ্যালয়ের সাবেক সদস্য মোঃ কুতুব উদ্দিন, প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মোস্তফা কামাল জিয়া, প্রভাষক বিপ্লব কুমার রায়, প্রাথমিক প্রধান শিক্ষক মোঃ ফজলুল করিম, হোসনে আরা বেগম হাসি প্রমুখ উপস্থিত ছিলেন। জানা যায়, উক্ত ইউনিয়নের ৯টি প্রাথমিক বিদ্যালয়ের ৪২জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তার মধ্যে ৩জন ট্যালেন্টফুল ও ৬জন সাধারণ বৃত্তি প্রদান করে। পুরস্কার বিতরণ অনুষ্ঠান সঞ্চালন করেন শিক্ষা বিষয়ক সম্পাদক এনামুল ইসলাম খোকন।