শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
ঈশ্বরগঞ্জে বেসিক ব্যাংকে ডাকাতির চেষ্টা,অতঃপর ফেলানী হত্যায় ভারত ও শেখ হাসিনা দায়ী – রাশেদ প্রধান ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে ইং ০৬/০১/২০২৫ তারিখ গ্রেফতার ০৫ জন। চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট চাঁদগাঁও থানাধীন এক কিলোমিটার ভি আই পি ক্লাবে বিকাল ৩ ঘটিকার সময় জাতীয়তাবাদী নারী অধিকার ফোরাম কতৃক আয়োজিত নারী সমাবেশ অনুষ্ঠিত। ধান ক্ষেতে লাশ, মাত্র ২দিনে হত্যার রহস্য উদঘাটন করে আসামী গ্রেফতার করলো পিবিআই মোহনগঞ্জে গলায় ফাঁস দিয়ে কৃষকের আত্মহত্যা ময়মনসিংহের ত্রিশালে ১২নং আমিরাবাড়ী ইউনিয়নের গুজিয়াম কাঠালবন্দ এলাকার হাসান (২৪) হত্যার বিচারের মাধ্যমে ফাঁসির দাবিতে মানববন্ধন মোহনগঞ্জে লাইট্টাইর জলমহাল নিয়ে বিরোধ বাড়ী-ঘরে হামলা ও লুট ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে ইং ০১/০১/২০২৫ তারিখ গ্রেফতার ০১ জন। মোহনগঞ্জে প্রেসক্লাব সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়

মোহনগঞ্জে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে পদত্যাগের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার : হেমন্ত টিভি
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ১৩৪ টাইম ভিউ :
মোহনগঞ্জে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে পদত্যাগের দাবিতে মানববন্ধন
মোহনগঞ্জে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে পদত্যাগের দাবিতে মানববন্ধন

নেত্রকোনার মোহনগঞ্জে উপজেলার হাছলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তায়জুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগে পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় কিছু লোকজন। মঙ্গলবার দুপুরে উপজেলা চত্বরে ওই শিক্ষকের পদত্যাগের দাবিতে শতাধিক লোকজন মানববন্ধন করেন। এসময় স্কুলের ১০/১২ জন শিক্ষার্থীও উপস্থিত ছিলো। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি এ্যাডভোকেট জসিম উদ্দিনসহ বেশ কয়েকজন এতে বক্তব্য দেন। মানববন্ধন এর আগে এলাকার ছয়জনের স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ উপজেলা নিবাহী কর্মকর্তার কাছে জমা দেন। তবে অভিযুক্ত শিক্ষকের দাবি- ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে কিছু লোক আমার বিরুদ্ধে ওই মানববন্ধন করছে। সরকার পতনের পর পরিবর্তিত পরিস্থিতির সুযোগ নিয়ে তারা মিথ্যা অভিযোগ তুলে আমাকে সরিয়ে দিতে চাইছে। নিজের জায়গা দিয়ে স্কুলটি প্রতিষ্ঠা করেছি। তবে তাদের অভিযোগ তদন্ত হোক, প্রমাণিত হলে স্বেচ্ছায় চলে যাব। অভিযোগে বলা হয়েছে- প্রধান শিক্ষক তায়জুল ইসলাম আত্মীয়করণ করে স্কুল পরিচালনা করে ব্যাপক অনিয়ম দুর্নীতি করেছেন। তার বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যসহ নানা অভিযোগ রয়েছে বলে তারা অভিযোগে উল্লেখ করেন। বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৯৮ সালে উপজেলার হাছলা গ্রামে ১ একর ২৫ শতাংশ জায়গার ওপর হাছলা উচ্চ বিদয়ালয়টি স্থাপিত হয়। এর জমিদাতা ও প্রতিষ্ঠাতা বর্তমান প্রধান শিক্ষক তায়জুল ইসলাম। পরে ২০০৪ সালে বিদ্যালয়টি এমপিওভুক্ত হয়। বিদ্যালয়ে চারতলা একটি একাডেমিক ভবন রয়েছে। বিদ্যালয়টিতে ১২ জন শিক্ষক ও ৭ জন কর্মচারী রয়েছে। এতে শিক্ষার্থী রয়েছে ৩শ৮৭ জন। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহফুজুর রহমান বলেন, প্রধান শিক্ষক তায়জুল ইসলাম নিজের জায়গা দিয়ে শ্রম ঘাম দিয়ে স্কুলটি প্রতিষ্ঠা করেছেন। তবে শুরু থেকেই ভগ্নিপতি ও সহকারী শিক্ষক বজলুর রহমান ঠাকুরের সাথে দ্বন্দ্ব তৈরি হয়। এখন পরিবর্তিত পরিস্থিতিতে তারা সুযোগ কাজে লাগিয়ে প্রধান শিক্ষককে সরিয়ে দিতে চাইছেন। অভিযোগ থাকলে তদন্ত হোক। দোষী হলে প্রচলিত নিয়মে ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। অভিযুক্ত প্রধান শিক্ষক তায়জুল ইসলাম বলেন, নিয়োগ বাণিজ্যসহ যতগুলো অভিযোগ করা হয়েছে সবগুলো মিথ্যা। ব্যক্তিগত দ্ব›দ্বকে সুযোগে কাজে লাগাতে চাইছে। আমি চাই নিরপেক্ষ তদন্ত হোক। দোষী হলে আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক । এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা কবির বলেন, এলাকার লোকজন আমার কাছে এসে একটা অভিযোগ জমা দিয়েছেন। অভিযোগগুলো তদন্ত করা হবে। পরে সেই তদন্তের তথ্যের কাগজপত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আসলে তদন্ত ছাড়া কারো বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া যায় না। অভিযোগকারীদের দাবি অনুযায়ী একজন সহকারী শিক্ষক বজলুর রহমান ঠাকুরকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে। আপাতত প্রধান শিক্ষক ছুটি নিয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর


All rights © 2024 ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Esaitbd Soft Lab- UAE/BD