মোহনগঞ্জের পৌর বিএনপি’র আহবায়ক ফজলুল হক মাসুমের শহরের টেংগাপাড়াস্থ বাসা ভাংচুর ও লুটপাটের ঘটনায় আওয়ামী লীগের ২শ ৩০ নেতাকর্মীর বিরুদ্ধে শনিবার মামলা হয়েছে। ওই মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি লতিফুর রহমান রতন, সাধারণ সম্পাদক মোঃ শহীদ ইকবাল ও যুগ্ম সম্পাদক মোতাহার হোসেন চৌধুরী সহ ৩০জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো দুইশ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছেন পৌর বিএনপি’র আহবায়ক ফজলুল হক মাসুম। মামলার বিবরণে জানা গেছে, গত ১৮ জুলাই কোটা বিরোধী ছাত্র আন্দোলনের সময় বিএনপি নেতা ফজলুল হক মাসুমের বাসা ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এসময় হামলাকারীরা মারাত্মক অস্ত্র ব্যবহার করে বলে মামলায় উল্লেখ করা হয়। মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: আমিনুল ইসলাম জানান, আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।