পিএমখালী ৬ নং ওয়ার্ডের গোলার পাড়ার ছৈয়দুল হকের মেয়ে জান্নাতুল নাঈমা ব্লাড ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। সে খুবি দরিদ্র পরিবারের মেয়ে হওয়ায় তার পরিবারের পক্ষে তার চিকিৎসা চালানো সম্ভব হচ্ছে না। তার চিকিৎসার জন্য প্রায় পাঁচ লক্ষ টাকা প্রয়োজন। তার পরিবারের পক্ষ থেকে সবার দোয়া ও সহযোগিতা চেয়েছেন।
পাশাপাশি বলবো,,এই পবিত্র মাহে রমজানের সময় আমরা দামী দামী খাবার খায়,ঈদের জন্য পছন্দ মতো দামী পরিধেয় কাপড় কিনবো,সেই দামী খাবার আর দামী কাপড় কিনা থেকে কিছু টাকা এবং দান সদকা থেকে কিছু টাকা রোগে আক্রান্ত মেয়েকে দিয়ে সহায়তা করে তার পিতা মাতার খুল জড়িয়ে রাখতে পারে মতো সাহায্য করুন। আমরা যদি কোটি কোটা টাকা বিভিন্ন ব্যবসায়ীক লেনদেনে কাটাতে পারি তবে মানবিক কাজে কেন নই? তাকে সহয়তা করলে আপনাদের ব্যবসা বাণিজ্য আল্লাহ পাকের ইশারায় আরও উন্নত হবে।সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ান। কিয়ামতের দিন তা ফলস্বরূপ হবে ইনশাআল্লাহ।
যোগাযোগ:
01864766791 (পিতা নগদ)
01869780445 (ভাই বিকাশ/নগদ)