মাহমুদুল্লাহ রিয়াদ, ময়মনসিংহ।
ময়মনসিংহের পরানগঞ্জের মোছার পাড়া (ঋষি পাড়া) এলাকায় এখন প্রকাশ্যে মদ বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। মাদক প্রতিরোধে পুলিশ-প্রশাসনের উদ্যোগে মাঝে মধ্যে মাদক বিরোধী সভা-সমাবেশ করলেও হচ্ছে না কোন লাভ।
ময়না, লিপি, মনোহর, জীবন, অমল এরা মদ তৈরিতেও পাড়া দর্শী। প্রতিদিন ৪০০ লিটার বোতল মদ বিক্রি করে তারা। সেখানে প্রতিদিন শতশত মানুষের আগমন ঘটে। তবে লিপি ও ময়না নামসহ কয়েক জনের ঘর থেকেই প্রকাশ্যে চলছে মাদকের বেচাকেনা। এখন পর্যন্ত এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
পুলিশ-প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদর পরিদর্শক এর সাথে আতাত করে ময়মনসিংহের পরানগঞ্জে লিপি, ময়না, চালাচ্ছে মাদকের রমরমা ব্যবসা। হাত বাড়ালেই মিলছে নানা ধরণের ( মাদকদ্রব্য। এক সময় শুধু গাজার রাজত্ব ছিলো এখানে। গাঁজার পাশাপাশি এখন ভয়ংকর মদ বিক্রি হচ্ছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ময়মনসিংহ সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নে মোছার পাড়া (ঋষি পাড়া) এলাকায় স্থানীয় দালালদের নির্দেশেই বিক্রি করছেন মদ। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজনই বলেন, স্থানীয় অনেক দালাল রয়েছে তারা প্রতিমাসে মান্তি টাকা খায়। জীবন ও মনোহর কয়েকবার মাদক বিক্রির কারণে জেলও খেটেছেন তারা।