ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় ৬৩ দশমিক ২২ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুর সাড়ে ১১টায় বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. আবু তাহের এক সংবাদ সম্মেলনে এই ফলাফল ঘোষনা করেছেন।
তিনি জানান, এবার ময়মনসিংহ শিক্ষা বোর্ডে জিপিএ-ফাইভ পেয়েছে ৪ হাজার ৮২৬ জন। এর মধ্যে ছেলেরা জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ১০৯ জন এবং মেয়েরা পেয়েছে ২ হাজার ৭১৭ জন। এতে পাশের হার এবং জিপিএ-ফাইভ প্রাপ্তিতে এবারও ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে মেয়েরা।
বোর্ডের তথ্যে জানা গেছে, গত বছর এই বোর্ডে পাসের হার ছিল শতকরা ৭০ দশমিক ৪৪ শতাংশ।এবার পাশের হার কমেছে ৭ দশমিক ২২ শতাংশ।
বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. আবু তাহের জানান, এবারের এইচএসসি পরীক্ষায় ৭৭ হাজার ৬২১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল। এর মধ্যে পাশ করেছে ৪৯ হাজার ৬৯ জন এবং ফেল করেছে ২৮ হাজার ৫৫২ জন শিক্ষার্থী।
এছাড়াও ময়মনসিংহ বিভাগের ৪ জেলার মোট ২৯৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৫টি প্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে এবং ৪টি প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বোর্ড সচিব প্রফেসর মো. সফিউদ্দিন সেখ, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. শামসুল ইসলামসহ কর্মকর্তা প্রমূখ।