বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম:
ফেলানী হত্যায় ভারত ও শেখ হাসিনা দায়ী – রাশেদ প্রধান ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে ইং ০৬/০১/২০২৫ তারিখ গ্রেফতার ০৫ জন। চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট চাঁদগাঁও থানাধীন এক কিলোমিটার ভি আই পি ক্লাবে বিকাল ৩ ঘটিকার সময় জাতীয়তাবাদী নারী অধিকার ফোরাম কতৃক আয়োজিত নারী সমাবেশ অনুষ্ঠিত। ধান ক্ষেতে লাশ, মাত্র ২দিনে হত্যার রহস্য উদঘাটন করে আসামী গ্রেফতার করলো পিবিআই মোহনগঞ্জে গলায় ফাঁস দিয়ে কৃষকের আত্মহত্যা ময়মনসিংহের ত্রিশালে ১২নং আমিরাবাড়ী ইউনিয়নের গুজিয়াম কাঠালবন্দ এলাকার হাসান (২৪) হত্যার বিচারের মাধ্যমে ফাঁসির দাবিতে মানববন্ধন মোহনগঞ্জে লাইট্টাইর জলমহাল নিয়ে বিরোধ বাড়ী-ঘরে হামলা ও লুট ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে ইং ০১/০১/২০২৫ তারিখ গ্রেফতার ০১ জন। মোহনগঞ্জে প্রেসক্লাব সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে ইং ৩১/১২/২০২৪ তারিখ গ্রেফতার ০৯ জন।

ময়মনসিংহ ভোক্তা অধিকার কার্যক্রম শক্তিশালীকরণ বিষয়ক ক্যাবের বিভাগীয় সেমিনার অনুষ্ঠিত।।

রিপোর্টারের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ১৫৭ টাইম ভিউ :
ময়মনসিংহ ভোক্তা অধিকার কার্যক্রম শক্তিশালীকরণ বিষয়ক ক্যাবের বিভাগীয় সেমিনার অনুষ্ঠিত।।
ময়মনসিংহ ভোক্তা অধিকার কার্যক্রম শক্তিশালীকরণ বিষয়ক ক্যাবের বিভাগীয় সেমিনার অনুষ্ঠিত।।

কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর উদ্যোগে ময়মনসিংহ বিভাগে ভোক্তা অধিকার কার্যক্রম শক্তিশালীকরণ বিষয়ক এক সেমিনার ২৯ জুন সকাল ১১ ঘটিকায় ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত ক্যাবের বিভাগীয় সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আরিফুল হক মৃদুল, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক মোঃ জাহাঙ্গীর আলম, কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ময়মনসিংহ জেলা শাখার সভাপতি এড.এম এ কাশেম। ক্যাব আয়োজিত বিভাগীয় সেমিনারে সূচনা বক্তব্য রাখেন ক্যাব ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক জি এম রহমান ফিলিপ। সেমিনারে মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন জামালপুর জেলা ক্যাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ হোসেন, জেলা ক্যাবের সহ-সভাপতি আব্দুল মোত্তালেব লাল, ক্যাবের সাংগঠনিক সম্পাদক সুমন চন্দ্র ঘোষ, ক্যাব সদস্য আনিছুর রহমান স্বপন, রক্তিম ফাউন্ডেশনের চেয়ারম্যান মাহমুদুর রহমান সজল,ব্যবসায়ী নেতা হাফিজুর রহমান টিপু, এ কে এম আজাদ সেলিম প্রমুখ। ক্যাবের ময়মনসিংহ বিভাগে ভোক্তা অধিকার কার্যক্রম শক্তিশালীকরণ বিষয়ক সেমিনারে ময়মনসিংহ জেলা ক্যাব নেতৃবৃন্দ, বিভিন্ন জেলা থেকে আগত ক্যাব নেতৃবৃন্দ, ময়মনসিংহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ, ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধিবৃন্দ, সিভিল সোসাইটির প্রতিনিধিবৃন্দ, নারী উদ্যোক্তাবৃন্দ, সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী সংস্থাসহ বিভিন্ন পর্যায়ের স্টেকহোল্ডারগণ উপস্থিত ছিলেন। সেমিনারে উপস্থিত অতিথি ও বক্তাগণ স্বেচ্ছাসেবী সংস্থা হিসেবে ক্যাবের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং আগামীদিনে ভোক্তা অধিকার বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠার মাধ্যমে দেশের আপামর জনসাধারণের ভোক্তা অধিকার সংরক্ষণে কার্যকর ভূমিকা রাখার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান। সভাপতির বক্তব্যে ময়মনসিংহের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, ক্যাব বেসরকারি সংগঠন হিসেবে ভোক্তা অধিকার সংরক্ষণে অসামান্য ভূমিকা রেখেছে, ক্যাব এর পাশাপাশি অন্যান্য সামাজিক সংস্থাগুলোকেও এক্ষেত্রে অগ্রগামী ভূমিকা পালনের জন্য তিনি আহবান জানান। এছাড়াও তিনি তার বক্তব্যে ভোক্তা অধিকার আইনের যথাযথ প্রয়োগ সহ ভোক্তাদের অধিকার আদাযে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর


All rights © 2024 ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Esaitbd Soft Lab- UAE/BD