ময়মনসিংহ প্রেসক্লাবে ত্রিমুখী স্নায়ুযুদ্ধ চলছে। প্রেসক্লাব অভ্যন্তরে দুটি গ্রুপ নির্বাচনী প্রস্তুতি নেতৃত্ব কুক্ষিগত করার বৈধ অবৈধ কর্মকান্ডে দৌড়ঝাঁপ শুরু করেছেন অপর পক্ষ প্রেসক্লাবের সংস্কার করে অধিকার মর্যাদা ফিরে পেতে লড়াই করে যাচ্ছেন। চলছে ত্রিমুখী স্নায়ু যুদ্ধ, যে কোন সময় ঘটতে পারে অপ্রীতিকর ঘটনা। শান্তিপূর্ন সমাধানের পথে সংস্কার কমিটির নেতৃবৃন্দ বলেছেন সমন্বিত উদ্যোগ ছাড়া কোন এজিএম (সাধারণ সভা) নির্বাচন নয়
প্রাচীন নগরীতে অবস্থিত দুটি বহুতল ভবন বিশিষ্ট ময়মনসিংহ প্রেসক্লাব পেশাদার সাংবাদিকদের কর্মযজ্ঞে পরিণত করার জন্য প্রাণবন্ত পরিবেশ ফিরিয়ে আনার জন্য অধিকার বঞ্চিত সাংবাদিকগণ সংস্কারের দাবি নিয়ে দীর্ঘ বছর আন্দোলন সংগ্রামে ঘেরাও, মানববন্ধন, স্বারকলিপি সহ নানাবিধ কর্মসূচি পালন করে আসছেন।
এরই ধারাবাহিকতায় গত শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪ তারিখে ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কার কমিটির ১৫১ সদস্যের সভয় সিদ্ধান্ত অনুসারে ময়মনসিংহ প্রেসক্লাব সভাপতি/ সাধারণ সম্পাদক বরাবরে শান্তিপূর্ণ সহ অবস্থানে সাংবাদিকদের সৃষ্ট সমস্যা সংকট নিরসনের জন্য পত্র প্রেরণ করা হয়।
সোমবার ৩০ ডিসেম্বর ২০২৪ তারিখে সংস্কার কমিটির আহবায়ক মোঃ শামসুল আলম খান সদস্য সচিব আজগর হোসেন রবিন স্বাক্ষরিত প্রেরিত পত্রে বলা হয় ময়মনসিংহ প্রেসক্লাবে অপেশাদার সাংবাদিকদের সদস্য পদ বাতিল করতে হবে, পেশাদার সাংবাদিকদের নিয়ে “প্রেসক্লাব ফর প্রেসম্যান” করার জন্য গঠনতন্ত্র খসড়া প্রনয়ণ করতে হবে, উভয় পক্ষের সাংবাদিকদের নামের তালিকা করে নিয়ম নীতিমালা অনুসারে খসড়া ভোটার তালিকা নির্নয় করতে হবে, পক্ষদ্বয়ের মধ্যে আলোচনা করে সমন্বয়ের ভিত্তিতে একটি এডহক কমিটি গঠন করে সম্মিলিত ভাবে সাধারণ সভা অনুষ্ঠানের দাবী বাস্তবায়ন করার আহবান জানানো হয়।
সেখানে আরো উল্লেখ করা হয় যে, পেশাদার সাংবাদিকগণ যে কোন ধরনের অপ্রিতিকর সহিংস ঘটনা প্রত্যাখ্যান করে শান্তিপূর্ন সমাধান প্রত্যাশা করেন, উত্থাপিত দাবী সমূহ গুরুত্ব সহকারে বিবেচনার জন্য অনুরোধ করা হয়।
বর্ণিত দাবী সমূহ বাস্তবায়নের আলোচনা না করে যে কোন ধরনের এজিএম, নির্বাচনী কার্যক্রমের পদক্ষেপ গ্রহণ করা থেকে বিরত থাকার জন্য আহবান জানানো হয়।
এবিষয়ে প্রশাসনিক দৃষ্টি আকর্ষণ ও ব্যবস্থা গ্রহণের জন্য বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ, রেঞ্জ ডিআইজি, ময়মনসিংহ, জেলা প্রশাসক, ময়মনসিংহ, পুলিশ সুপার, ময়মনসিংহ, জেলা পুলিশ সুপার বিশেষ শাখা, ময়মনসিংহ বরাবরে অনুলিপি প্রেরণ করা হয়।
এসময় বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক পৃথক ভাবে বলেন সাংবাদিকদের প্রেসক্লাবের সংস্কারের বিষয়টি নিয়ে আমরা সকল পক্ষকে নিয়ে সমাধানের উদ্যোগ গ্রহণ করবো।