শিবলী সাদিক খানঃ
ময়মনসিংহ জেলা পুলিশ কর্তৃক চঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন, আসামী গ্রেফতার, চোরাই মাল উদ্ধার, ভিকটিম উদ্ধারসহ অন্যান্য আভিযানিক সাফল্যের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ পুলিশের অভিভাবক আইজিপি কতৃক প্রদত্ত কোতোয়ালী থানা পুলিশ ৩টি, ত্রিশাল থানা পুলিশ ৩টি, ভালুকা থানা পুলিশ ৩ টি, ঈশ্বরগঞ্জ থানা পুলিশ ৩টি, নান্দাইল থানা পুলিশ ১টি, জেলা গোয়েন্দা শাখা ৪টি সহ সর্বমোট ১৮ টি পুরস্কার লাভ করে।
১১ জুন ২০২৪ খ্রিঃ সকাল ১০.৩০ ঘটিকার সময় মাসের মাসিক কল্যাণ সভায় মে/২০২৪ খ্রিঃ মাসের ভালো কাজের স্বীকৃতি স্বরূপ শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেড (কল্যাণ শেড) পুলিশ লাইন্স ময়মনসিংহে পুরষ্কার প্রদান করা হয়
যে সকল অফিসার ফোর্স পুরষ্কার পেলেন তাদের মধ্যে মোঃ সুমন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার, গৌরীপুর সার্কেল, মোহাম্মদ মাইন উদ্দিন, অফিসার ইনচার্জ, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ, মোঃ আনোয়ার হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) কোতোয়ালী থানা
মোঃ জাহাঙ্গীর আলম, পুলিশ পরিদর্শক (তদন্ত), ভালুকা মডেল থানা, এসআই (নিঃ)/ দেবাশীষ সাহা, কোতোয়ালী মডেল ময়মনসিংহ, এএসআই (নিঃ)/ হুমায়ুন কবির (২) কোতোয়ালী থানা, ময়মনসিংহ, এসআই (নিঃ)/ ইকবাল আহমেদ জিন্নাহ, ত্রিশাল থানা
এএসআই (নিঃ)/ তানভীর হাসান, ভালুকা মডেল থানা, ময়মনসিংহ, এসআই (নিঃ)/ শারমীন জাহান শাম্মী, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ, সার্জেন্ট/ ভক্ত কুমার সেন, সদর ট্রাফিক, ময়মনসিংহ, মোঃ ফারুক হোসেন ওসি ডিবি সহ তার টিম, এসআই (নিঃ) / আল্লামা ইকবাল কবির সম্রাট, জেলা গোয়েন্দা শাখা, মোঃ আব্দুল মজিদ, ওসি নান্দাইল থানা সহ তার টিম, এসআই (নিঃ)/নিরুপম নাগ, বিপিএম, ভালুকা থানা, এসআই (নিঃ)/ মোহাম্মদ নূর কাশেম, ভালুকা থানা সহ তার টিম, এসআই (নিঃ) / জাহিদ হাসান, ধোবাউড়া থানা, এএসআই (সঃ)/ ২১৭ মোঃ আঃ রহিম, ভালুকা ট্রাফিক জোন, কং/৭৫০ শহিদুল ইসলাম, হালুয়াঘাট থানা, ময়মনসিংহ, এসআই (নিঃ) / রবিউল ইসলাম, ফুলপুর থানা সহ তার টিম, নিজ নিজ অবস্থান থেকে খুন মামলার আসামী গ্রেফতার ও রহস্য উদঘাটন, আসামী গ্রেফতার ও চোরাই মালামাল উদ্ধার, খুন মামলার রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতার, অস্ত্র উদ্ধার, মামলার আসামী গ্রেফতার ও রহস্য উদঘাটন, ডাকাতি প্রস্তুতি মামলার আসামী গ্রেফতার, চোরাচালান মালামাল ও মাদক উদ্ধার, উপজেলা নির্বাচন কেন্দ্রে জাল ভোট প্রদানের সময় ০১ জনকে আটক করা, চোরাই মালামাল, মাদক উদ্ধার ও ওয়ারেন্ট ভূক্ত আসামী গ্রেফতার ইত্যাদি কর্মের সফলতায়
ময়মনসিংহ জেলা পুলিশের এই সকল অসাধারণ আভিযানিক সাফল্য জাতীয় ও স্থানীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রশংসিত হয় হওয়ার প্রেক্ষিতে বাংলাদেশ পুলিশের আইজিপি এই সকল চাঞ্চল্যকর আভিযানিক সাফল্যের জন্য বিশেষ অর্থ পুরস্কার ঘোষণা করেন। ১১জুন ২৪ তারিখ ময়মনসিংহ পুলিশ লাইন্সে অনুষ্ঠিত কল্যাণ সভায় পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, বিপিএম, পিপিএম তাদের হাতে ঘোষিত অর্থ পুরস্কার তুলে দেন।
জেলা পুলিশের এই সাফল্যের প্রেক্ষিতে আইজিপি’র পক্ষ থেকে এই সম্মাননা ও পুরস্কার সকল সদস্যকে আরও উজ্জীবিত ও কর্মচঞ্চল করে তুলবে বলে জেলা পুলিশ বিশ্বাস করে। কল্যাণ সভায় আইজিপি জেলা পুলিশের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।