গত ১৬/০২/২০২৪ ইং তারিখ সন্ধ্যা ০৭.১৫ হইতে ইং ১৭/০২/২০২৪ তারিখ সকাল ০৮.০০ ঘটিকার মর্ধবর্তী সময়ে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানাধীন চর হোসাইনপুর আলী হোসেন ফাউন্ডেশন মার্কেটে অবস্থিত ওয়ালটন প্লাজা শোরুমের মেইন গেইটের ০৫টি তালা ভাঙ্গিয়া টেলিভিশন ১২ টি মোবাইল ১৩ টি, ওভেন ০৩ টি, গ্যাসস্টোভ ১ টি, আয়রন ৪ টি, আই.পি.এস ২টি, রাইসকুকার ৩ টি, সাউন্ডবক্স ১টি, রুমহিটার ১ টি মূল্য ১,৯৫০/-টাকা, কেটলি ১ টি, ব্লেন্ডার ১ টি, গ্রাইন্ডার ৪ টি, সর্বমোট ৫৩ টি অজ্ঞাতনামা চোর/চোরেরা চুরি করিয়া নিয়া যায়। এই সংক্রান্তে ঈশ্বরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করলে ঈশ্বরগঞ্জ থানার মামলা নং-১৬, তারিখ-১৭/০২/২০২৪ খ্রিঃ, ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড রুজু হয়। মামলাটি পুলিশ সুপার,ময়মনসিংহ মহোদয় তদন্তের জন্য ডিবিতে ন্যাস্ত করিলে মোঃ ফারুক হোসেন, অফিসার-ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা,ময়মনসিংহ এর নির্দেশে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)তে কর্মরত এসআই(নিঃ) শাহ মিনহাজ উদ্দিন, এসআই(নিঃ) পরিমল চন্দ্র সরকার, পিপিএম, এসআই(নিঃ) সুমন চন্দ্র সরকার ও সংগীয় ফোর্সসহ গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে অভিযান পরিচালনা করে ডিএমপি, ঢাকা বনানী থানা এলাকা হইতে ইং ১২/০৬/২০২৪ তারিখ ২৩.৫৫ ঘটিকার সময় মামলার ঘটনায় জড়িত আসামী ১। মোঃ রাসেল (৩৮), পিতা- জামাল ওরফে টাক্কু জামাল, মাতা-মৃতঃ মালেকা বেগম, সাং-চাখার (বড় বৈৎসর), থানা-বানারীপাড়া, জেলা-বরিশালকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর হেফাজতে মামলার চোরাই ০৮টি মোবাইল সেট উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানায়, পলাতক আসামীদের সহযোগীতায় দীর্ঘদিন যাবত গাড়ী যোগে আসিয়া বিভিন্ন শো-রুমে তালা কেটে চুরি করিয়া থাকে মর্মে জানা যায়।ক্রিমিনাল প্রোফাইল পর্যালোচনায় গ্রেফতারকৃত আসামী এর নামে ০১টি মামলা পাওয়া গিয়াছে। ঘটনায় জড়িত অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের ও চোরাই মালামাল উদ্ধার অভিযান অব্যাহত আছে।আসামীকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।