এসআই (নিঃ) কামরুল হাসান সংগীয় ফোস সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অস্ত্র মামলার আসামী ১। মোঃ জজ মিয়া(২৬), পিতা-মৃতঃ গিয়াস উদ্দিন, মাতা-উম্মে কুলসুম রানী , ঠিকানা: স্থায়ী: (সাং-২৩নং ওয়ার্ড সুতিয়াখালী) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহকে গ্রেফতার করা হয় এবং তাহার নিকট হইতে ০১টি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করা হয়।
এসআই (নিঃ) টিটু সরকার সংগীয় ফোস সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া চুরি মামলার আসামী ১। মোঃ জাহিদ হাসান সুজন (২৯), পিতা- বাবুল মিয়া, সাং-চরকালিবাড়ী মিল গেইট, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) সোহেল রানা সংগীয় ফোস সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। মোঃ জিলানী (২২), পিতা-আকবর আলী, ২। আলী আকবর (২২), পিতা-মমির হোসেন, উভয় সাং-শিকারীকান্দা থানা-কোতোয়ালী জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) সাজ্জাদ হোসেন সজীব সংগীয় ফোস সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। মোঃ সাব্বির (২৩), পিতা-মোঃ আলমগীর, সাং-কৃষ্টপুর দিল রওশন জামে মসজিদের সামনে, থানা-কোতোয়ালী মডেল,জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
ইহাছাড়াও এসআই(নিঃ) দেবাশীষ সাহা থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ০১জন গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করেন।
গ্রেফতারী পরোয়ানায়ভুক্ত আসামীর নাম-ঠিকানা।
১। সজীব হোসেন মুন্না (৩০), পিতা-মৃত দুলাল মিয়া, স্থায়ী : গ্রাম- সানকি পাড়া মনি মার্কেট সংলগ্ন উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ,
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।