গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া
মোট ১১ জন আসামী গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) আজগর আলী সংগীয় ফোস সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী ১। আরিফুল ইসলাম ওরফে আরিফ (৪৩), পিতামৃত-ইউনুছ আলী, মাতামৃত-আনোয়ারা বেগম, সাং-উত্তর দাপুনিয়া জনৈক হানিফ সরকারের বাড়ীর সাথে, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয় এবং তাহার নিকট হইতে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এসআই (নিঃ) কুমোদলাল দাস সংগীয় ফোস সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অপহরন মামলার আসামী ১। মোঃ সিফাত মিয়া (২৬), পিতা-মোঃ বজলুর রহমান, মাতা-মোছাঃ ফুরকান বেগম, সাং-বীর আহম্মদপুর, কিসমত আহম্মদপুর, ডাকঘর-নরেন্দ্রপুর, থানা-মনোহরদী, জেলা-নরসিংদীকে গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) আঃ মোতালেব সংগীয় ফোস সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। মোঃ জহির (৩৬), পিতা-মোঃ দুলাল মিয়া সাং-খাগডহর আলালের মোড়, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
এএসআই (নিঃ) আবু সায়েম সংগীয় ফোস সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। সিফাত (২২), পিতা-আলমাস আলী, সাং-ভাটিকাশর বড়বাড়ী, থানা-কোতোয়ালীজেলা- ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
ইহাছাড়াও এসআই(নিঃ) দেবাশীষ সাহা, তানভীর আহমেদ ছিদ্দীকী, মাসুদ জামালী, আলী আকবর, এএসআই(নিঃ) ফরহাদ উদ্দিন, শামীমুল হাসান প্রত্যেকে থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ০৭জন গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করেন।
গ্রেফতারী পরোয়ানায়ভুক্ত আসামীর নাম-ঠিকানা।
১। মোঃ নজরুল ইসলাম, পিতা-মোঃ কদ্দুস কম্পানী, স্থায়ী: গ্রাম- কালিকা পুর (পো: রহমতপুর) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা –ময়মনসিংহ
২। মনির হোসেন, পিতা-আব্দুল লতিফ, স্থায়ী: গ্রাম- বারুরী (বারুরি, দাপুনিয়া) , উপজেলা/থানা- ময়মনসিংহ সদর, জেলা –ময়মনসিংহ
৩। মোঃ মোতালেব, পিতা-মৃতঃ মোসলেম উদ্দিন, স্থায়ী: গ্রাম- বরিয়ান (বরিয়ান, বেগুনবাড়ী বাজার) , উপজেলা/থানা- ময়মনসিংহ সদর, জেলা -ময়মনসিংহ,
৪। শফিকুল ইসলাম ওরফে শিপু (৪২), পিতা-নুরুল ইসলাম ওরফে অরুন বাবু, স্থায়ী : গ্রাম- আকুয়া (পার্ট) (আকুয়া হাজীবাড়ী, উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ,
৫। মোছাঃ ইয়াসমিন (৪০), পিতা-আঃ জব্বার, স্বামী-বাদল, স্থায়ী-১: (উজান ঘাগড়া) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা –ময়মনসিংহ
৬। মোঃ আফতাব উদ্দিন উরফে আনন্দ আলী (২৬), পিতা-মোঃ নুরুল ইসলাম, স্থায়ী : গ্রাম- গলগন্ডা (পার্ট), উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ বর্তমান : গ্রাম- গাজীপুর (সাং-শিমুল তলী সুইটির বাসার ভাড়াটিয়া) , উপজেলা/থানা- সদর থানা, জেলা -গাজীপুর,
৭। শফিকুল ইসলাম ওরফে শিপু, পিতা-নুরুল ইসলাম ওরফে তরীন, স্থায়ী : গ্রাম- আকুয়া (পার্ট) (আকুয়া হাজীবাড়ী (পাঠান বাড়ী) বর্তমানে নওমহল) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ স্থায়ী-১ : (গ্রাম-আকুয়া হাজীবাড়ী) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ,
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।