এসআই (নিঃ) মতিউর রহমান সংগীয় ফোস সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া হত্যার মামলার আসামী ১। মমতাজ বেগম মোয়া। মালা বেগম (৪৬), স্বামী- মোঃ মজিবুর রহমান, সাং- পাড়াইল (বেকিরচর), থানা- কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) শুভ্র সাহা সংগীয় ফোস সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী ১। যাদব চৌধুরী (২৫), পিতা-অজিত চৌধুরী, মাতা- কাজল রানী চৌধুরী, সাং-বড়পাইকুড়া, ইউপি- ৩নং তেতুলিয়া, থানা-মোহনগঞ্জ, জেলা- নেত্রকোনা, এ/পি- ১৭ নং দূর্গাবাড়ী রোড, কাজল ফার্মেসী, থানা-কোতোয়ালী, জেলা- ময়মনসিংহকে গ্রেফতার করা হয় এবং তাহার নিকট হইতে ২৫০ পিস ইনজেকশন উদ্ধার করা হয়।
এসআই (নিঃ) রুবেল মিয়া সংগীয় ফোস সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী ১। মোঃ শাকিব(২৩) পিতা আবু সিদ্দিক, সাং-পাটগুদাম রেলির মোড়, ইসলামবাগ, ১৮ নং ওয়ার্ড (ভাসমান), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয় এবং তাহার নিকট হইতে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এসআই (নিঃ) ফারুক আহম্মেদ সংগীয় ফোস সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। আরিফ (২২), পিতা-বাচ্চু মিয়া, সাং-১৩৪/সি পুরোহিত পাড়া, ২। অলিউল্লাহ (৩৪), পিতা-মৃত আবুল হোসেন, সাং-১৪/বি ব্রাহ্মপল্লী বকুল তলা, ৩। গোলাম রসুল (২৯), পিতা-মৃত আবুল কাশেম, সাং-৪৮/৩ পুরোহিত পাড়া, সর্ব থানা কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদেরকে গ্রেফতার করা হয়।
ইহাছাড়াও এসআই(নিঃ) কাকন মিয়া, মনিতোষ মজুমদার, টিটু সরকার, রিফাত আল আফসানী, রুবেল মিয়া, ফারুক আহম্মেদ, এএসআই(নিঃ) ছামিউল হক, আহসান হাবিব, প্রত্যেকে থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ০৮জন গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করেন।
গ্রেফতারী পরোয়ানায়ভুক্ত আসামীর নাম-ঠিকানা।
১। মোঃ রফিকুল ইসলাম, পিতা-নূরুল ইসলাম, স্থায়ী: (সাং-ভাটি ঘাগড়া) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা –ময়মনসিংহ
২। মোঃ আনোয়ার হোসেন ওরফে শিমুল , পিতা-মৃত গিয়াস উদ্দিন, স্থায়ী : গ্রাম- চুরখাই (পন ঘাগড়া) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ,
৩। মোঃ নয়ন মিয়া, পিতা-মোঃ রমজান আলী, স্থায়ী: গ্রাম- গন্দ্রপা (গন্দ্রপা) , উপজেলা/থানা- ময়মনসিংহ সদর, জেলা –ময়মনসিংহ
৪। মোঃ মোস্তফা (২৭), পিতা-মৃতঃ আহাম্মদ কারী, স্থায়ী: গ্রাম- খাগড়হর (খাগডহর মধ্যপাড়া) , উপজেলা/থানা- ময়মনসিংহ সদর, জেলা -ময়মনসিংহ,
৫। মোজাম্মেল ওরফে মোজা (৩২), পিতা-চাঁন মিয়া, স্থায়ী: গ্রাম-রাঘবপুর (উত্তরপাড়া রেল লাইনের পাশে) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা –ময়মনসিংহ
৬। মোঃ আজমত আলী (৫৩), পিতা-মৃতঃ আইনউদ্দিন মন্ডল, স্থায়ী: গ্রাম- বোরর চর (বোরর চর মৃর্ধা পাড়া) , উপজেলা/থানা- ময়মনসিংহ সদর, জেলা -ময়মনসিংহ,
৭। মোঃ শাকিব , পিতা-আবু সিদ্দিক, স্থায়ী: গ্রাম- পাটগুদাম রোড (ইসলামবাগ, পাটগুদাম) , উপজেলা/থানা- ময়মনসিংহ সদর, জেলা –ময়মনসিংহ
৮। মোঃ শাকিব, আবু সিদ্দিক, গ্রাম-পাটগুদাম রোড (ইসলামবাগ, পাটগুদাম) , উপজেলা/থানা- ময়মনসিংহ সদর, জেলা-ময়মনসিংহ,
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।