গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া
মোট ০৫ জন আসামী গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) রিপন চন্দ্র সরকার, সঙ্গীয় ফোর্স থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য
মামলার আসামী ১। ফয়সাল আহম্মেদ রবিন (২২), পিতা- মৃত ফজলু মিয়া, মাতা-মাজেদা খাতুন, সাং-
আলিয়া মাদ্রসা, পালপাড়, ২। শাহরুখ (২০), পিতা-আজহারুল, মাতা- জুলেখা খাতুন, সাং- চরকালিবাড়ী,
উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে কোতোয়ালী মডেল থানাধীন পাটগুদাম ব্রীজ মোড় এলাকা
হইতে গ্রেফতার করেন।
এসআই (নিঃ) অন্তিরানী সরকার সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী
১। জাহিদুল ইসলাম (৩১), পিতা-মৌজালী, মাতা-জাহেরা খাতুন, সাং-কচুডোয়ারী, থানা-নেত্রকোনা সদর, জেলা-
নেত্রকোনাকে শেরপুর জেলার ঝিনাইগাতী থানা এলাকা হইতে গ্রেফতার করেন।
এএসআই (নিঃ) শওকত হোসেন সঙ্গীয় ফোর্স থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার
আসামী ১। মোঃ শুক্কুর আলী (৪৮), পিতা-মৃত আঃ সামাদ, মাতা-মোছাঃ মল্লিকা খাতুন, সাং-বরিয়ান কলোনী, ২।
মোঃ হাবিবুর রহমান (২৭), পিতা-মোঃ খলিলুর রহমান, মাতা-লাইলী বেগম, সাং-চর জেলখানা, উভয় থানা-
কোতোয়ালী, জেলা- ময়মনসিংহদ্বয়কে কোতোয়ালী মডেল থানাধীন পুলিশ লাইন্স এলাকা হইতে গ্রেফতার করেন।
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা
হইয়াছে।