গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া
মোট ০১ জন আসামী গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) মতিউর রহমান থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করিয়া ০১ পরোয়ানা তামিল করেন।
পরোয়ানা ভূক্ত আসামীর নাম ঠিকানা-
১। রুবেল মিয়া , পিতা-সাগর আলী, স্থায়ী : গ্রাম- মাইজ বাড়ী, উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা –
ময়মনসিংহ,
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা
হইয়াছে।