শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
ময়মনসিংহের ত্রিশালে ১২নং আমিরাবাড়ী ইউনিয়নের গুজিয়াম কাঠালবন্দ এলাকার হাসান (২৪) হত্যার বিচারের মাধ্যমে ফাঁসির দাবিতে মানববন্ধন মোহনগঞ্জে লাইট্টাইর জলমহাল নিয়ে বিরোধ বাড়ী-ঘরে হামলা ও লুট ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে ইং ০১/০১/২০২৫ তারিখ গ্রেফতার ০১ জন। মোহনগঞ্জে প্রেসক্লাব সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে ইং ৩১/১২/২০২৪ তারিখ গ্রেফতার ০৯ জন। ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে ইং ৩০/১২/২০২৪ তারিখ গ্রেফতার ০৫ জন। যেকোনো ধরনের বিশৃঙ্খলা সন্ত্রাস নৈরাজ্য কঠোর হস্তে দমন করা হবে -মেজর মোঃ আব্দুল্লাহ ইব্রাহিম ১৫ই ডিসেম্বর রবিবার আনুমানিক একটার দিকে কামরুলের নিজ বাসায় এসে কুপিয়ে রেখে যায় তারই আপন ছেলে ও আপন ছোট ভাই ময়মনসিংহ প্রেসক্লাবে ত্রিমুখী স্নায়ুযুদ্ধ;সমন্বিত উদ্যোগ ছাড়া কোন এজিএম নির্বাচন নয় -সংস্কার কমিটি জনবাণী পত্রিকার সম্পাদকের উপর হামলার প্রতিবাদে ফুলবাড়ীয়ায় মানববন্ধন

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে ইং ৩১/১২/২০২৪ তারিখ গ্রেফতার ০৯ জন।

স্টাফ রিপোর্টার : হেমন্ত টিভি
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ২৭ টাইম ভিউ :
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে ইং ৩১/১২/২০২৪ তারিখ গ্রেফতার ০৯ জন।
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে ইং ৩১/১২/২০২৪ তারিখ গ্রেফতার ০৯ জন।

গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ০৯ জন আসামী গ্রেফতার করা হয়।

এসআই(নিঃ) মাসুদ জামালী কোতোয়ালী মডেল থানা ময়মনসিংহ সংগীয় অফিসার ও ফোর্স সহ থানা

এলাকায় অভিযান পরিচালনা করিয়া বিশেষ ক্ষমতা মামলার আসামী ১। মোঃ রফিকুল ইসলাম রবি (৪২), পিতামৃত-

আনছার আলী, মাতা-সুফিয়া বেগম, সাং-১৪/১০ বাসা বাড়ী মার্কেট, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে

কোতোয়ালী মডেল থানাধীন চায়না মোড় টুল বক্স সংলগ্ন এলপিজি গ্যাস পাম্পের পিছনে জনৈক মোঃ খোরশেদ

আলম এর একচালা টিনশেড এর তৈরী গুদাম ঘর হইতে গ্রেফতার করা হয় এবং তাহার নিকট হইতে ৩০০ পিস

কম্বল ও ০২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এসআই(নিঃ) খলিলুর রহমান কোতোয়ালী মডেল থানা ময়মনসিংহ সংগীয় অফিসার ও ফোর্স সহ থানা

এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। মোঃ রফিকুল ইসলাম @ রবিন (২৭) (মহানগর

যুবলীগের সদস্য), পিতা-মৃত বলছ মিয়া, মাতা-রহিমা বেগম, সাং-হাবুন বেপারী মোড় আকুয়া মোড়লপাড়া, থানা-

কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে অত্র থানাধীন আকুয়া মোড়লপাড়া এলাকা হইতে গ্রেফতার করা হয়।

এসআই(নিঃ) বিশ্বজিত সূত্রধর কোতোয়ালী মডেল থানা ময়মনসিংহ সংগীয় অফিসার ও ফোর্স সহ থানা

এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। সুনীল চন্দ্র দাস (৪৩), পিতা: মৃত-হরেন্দ্র

চন্দ্র দাস, মাতা : মৃত-আশা রানী দাস, সাং-গগন চৌধুরী বাইলেন, কালিবাড়ী কবর খানা রোড, ২। মোঃ

মোস্তাফিজুর রহমান (৩৫), পিতা: মৃত-লাল মিয়া ড্রাইভার, মাতা: মোছাঃ নূর জাহান বেগম, সাং-চর কালিবাড়ী, ৩।

আলমগীর কবির (৪৮), পিতা- সুরুজ্জামান, মাতা:-সফুরা জামান, সাং-ভাটিকাশর মিশন স্কুল গেইট, ৪। মোঃ

মজিবর রহমান (২৮), পিতা: -মোঃ আরফান আলী, মাতা:-জোসনা বেগম, সাং-চর কালিবাড়ী মিলগেইট বাজার, ৫।

মোঃ হোসেন আলী(২৬), পিতা-মোঃ শাহজাহান ওরফে রাজিব, মাতা:-রাশিদা বেগম, সাং -চর কালিবাড়ী, সর্ব থানা-

কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ’দেরকে অত্র থানাধীন চরকালিবাড়ী টোল প্লাজা এলাকা হইতে গ্রেফতার করেন।

এসআই(নিঃ) ফিরোজ আলী কোতোয়ালী মডেল থানা ময়মনসিংহ সংগীয় অফিসার ও ফোর্স সহ থানা

এলাকায় অভিযান পরিচালনা করিয়া প্রতারনা মামলার আসামী ১। মোঃ আব্দুর রশিদ (৪২), পিতা-মোঃ শাহজাহান

আলী, মাতামৃত-রওশন আরা বেগম, সাং-নয়াপাড়া (আশেক মাহমুদ কলেজের পিছনে), ওয়ার্ড নং-০৩, থানা-

জামালপুর সদর, জেলা-জামালপুরকে জামালপুর সদর থানাধীন নয়াপাড়া এলাকা হইতে গ্রেফতার করা হয়।

ইহাছাড়াও এসআই (নিঃ) মাজহারুল ইসলাম থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ০১ পরোয়ানা তামিল

করেন।

পরোয়ানা ভূক্ত আসামীর নাম ঠিকানা-

১। মোঃ আঃ হাকিম বেপারী, পিতা-হাজী কাজম আলী, সাং-শাহবাজপুর, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ।

প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা

হইয়াছে।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর


All rights © 2024 ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Esaitbd Soft Lab- UAE/BD