গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ১৪ জন আসামী গ্রেফতার করা হয়।
জনাব মোঃ শফিকুল ইসলাম, অফিসার ইনচার্জ, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ এর নেতৃত্বে
কোতোয়ালী মডেল থানা পুলিশ এবং জেলা গোয়ান্দা শাখা, ময়মনসিংহ এর অফিসার ও ফোর্সগন থানা এলাকায়
অভিযান পরিচালনা করিয়া সাগর হত্যা মামলার আসামী ১। সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু (৬২), (পদবী-সাবেক ০৬
নং ওয়ার্ড কাউন্সিলর, ময়মনসিংহ সিটি কর্পোরেশন জাসদ (ইনু) ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি) পিতা-
মৃত সৈয়দ সুরুজ মিয়া, মাতা মৃতঃ আনজুমান আরা বেগম, সাং-৭নং আকুয়া মাদ্রাসা কোয়াটার, থানা-কোতোয়ালী,
জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) মোজাম্মেল হোসেন, কোতোয়ালী মডেল থানা ময়মনসিংহ সংগীয় অফিসার ও ফোর্স সহ
থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া বিস্ফোরক আইনে রুজুকৃত মামলার তদন্তে সন্দিগ্ধ আসামী ১। মোঃ
জামাল হোসেন (৪৮), সাবেক সাধারন সম্পাদক সাংস্কৃতিক লীগ মহানগর, পিতা- মৃতঃ কালাচান বেপারী,
মাতা- রেজিয়া খাতুন, সাং- ১৩/ই পুরোহিতপাড়া (ব্রাহ্মপল্লী), থানা- কোতোয়ালী মডেল, জেলা –
ময়মনসিংহকে কোতোয়ালী মডেল থানাধীন কাঠগোলা বাজার এলাকা হইতে এবং বিস্ফোরক আইনে রুজুকৃত
মামলার এজাহারনামীয় আসামী ২। মোঃ আসাদুজ্জামান জামাল (৫০), সাবেক কমিশনার, ৩১নং ওয়ার্ড,
আওয়ামীলীগ সমর্থক, পিতামৃত-শমসের আলী, মাতামৃত-লিল জান বেওয়া, সাং-চর ঈশ্বরদিয়া টানপাড়া,
থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে ময়মনসিংহ জেলার কোতোয়ালী ময়মনসিংহ জেলার কোতোয়ালী
মডেল থানাধীন চর ঈশ্বরদিয়া শিমুলতলী মোড় সংলগ্ন জনৈক লেভার সরদার আলাল সরদারের বসত
বাড়ীর কক্ষের ভিতরে টাকার মডেল থানাধীন চর ঈশ্বরদিয়া শিমুলতলী মোড় সংলগ্ন জনৈক লেভার
সরদার আলাল সরদারের বসত বাড়ীর কক্ষের ভিতরে টাকার বিনিময়ে তাস দ্বারা জুয়া খেলারত
অবস্থায় আটক করা হয়।
এসআই(নিঃ) মাসুদ জামামলী কোতোয়ালী মডেল থানা ময়মনসিংহ সংগীয় অফিসার ও ফোর্স সহ থানা
এলাকায় অভিযান পরিচালনা করিয়া ময়মনসিংহ জেলার কোতোয়ালী ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল
থানাধীন চর ঈশ্বরদিয়া শিমুলতলী মোড় সংলগ্ন জনৈক লেভার সরদার আলাল সরদারের বসত বাড়ীর
কক্ষের ভিতরে টাকার মডেল থানাধীন চর ঈশ্বরদিয়া শিমুলতলী মোড় সংলগ্ন জনৈক লেভার সরদার
আলাল সরদারের বসত বাড়ীর কক্ষের ভিতরে টাকার বিনিময়ে তাস দ্বারা জুয়া খেলারত অবস্থায় ১।
মোঃ নবীন (৪৯), পিতামৃত-আফছার উদ্দিন, মাতামৃত-পরী বেগম, সাং-ডহরী,থানা-লৌহজং জেলা-
মুন্সীগঞ্জ, এপি/সাং-মাসকান্দা নতুন বাজার তাজ ভিলা ২। মোঃ আসাদুজ্জামান জামাল (৫০), পিতামৃত-
শমসের আলী, মাতামৃত-লিল জান বেওয়া, সাং-চর ঈশ^রদিয়া টানপাড়া ৩। মোঃ বাবুল মিয়া (৫৫), ৪। মোঃ
খোকন মিয়া (৪৬), উভয় পিতা-আঃ বারেক, মাতা-গোলশান আরা, সাং-চর ঈশ^রদিয়া শিমুলতলী মোড় ৫।
মোঃ রহমত আলী (৬৫), পিতামৃত-ফালু শেখ, মাতামৃত-খোদেজা খাতুন, সাং-পাটগুদাম আটানী পুকুরপাড়,
৬। মোঃ শফিক (৫০), পিতামৃত-মোকসেদুর রহমান, মাতামৃত-মোবারা খাতুন, সাং-কেওয়াটখালী পাওয়ার
হাউজ রোড, বাসা নং-৫১/১ ৭। আঃ আজিজ (৫৫), পিতামৃত-রবি হোসেন, মাতামৃত-আমেনা খাতুন সাং-
পাটগুদাম রেলির মোড় ইসলামবাগ ৮। বেনু চন্দ্র সরকার (৫৮), পিতামৃত-নগেন্দ্র সরকার, মাতামৃত-
কুসুম দেওয়ানী সরকার, সাং-পাটগুদাম রেলির মোড় বেড়িবাধ, সর্ব থানা-কোতোয়ালী, জেলা-
ময়মনসিংহদের গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) খলিলুর রহমান কোতোয়ালী মডেল থানা ময়মনসিংহ সংগীয় অফিসার ও ফোর্স সহ থানা
এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। মোঃ শুভ (২২), পিতা-মোঃ নজরুল ইসলাম,
মাতামৃত-আনোয়ারা বেগম, সাং-শিববাড়ী পার্থর বাড়ীর ভাড়াটিয়া ২। মোঃ রাহাত হোসেন (১৯), পিতা-মোঃ
আব্দুল্লাহ, মাতা-নুসরাত জাহান, সাং-কালিবাড়ী, ৩। মাহিন মিয়া (২০), পিতা-মোঃ সিরাজ উদ্দিন, মাতা-মোছাঃ
হাসি বেগম, সাং-কাচিঝুলি হামিদ উদ্দিন, সর্ব থানা- কোতোয়ালী, জেলা- ময়মনসিংহদেরকে আরকে মিশন রোড
এলাকা হইতে গ্রেফতার করা হয়।
ইহাছাড়াও এএসআই (নিঃ) মাহমুদুল হাসান জামান প্রত্যেকে থানা এলাকায় পৃথক পৃথক অভিযান
পরিচালনা করিয়া ০১ পরোয়ানা তামিল করেন।
পরোয়ানা ভূক্ত আসামীর নাম ঠিকানা-
আব্দুল্লাহ আল মামুন, পিতা-মোঃ আব্দুল মালেক, স্থায়ী : গ্রাম- গোপালনগর (পো: চর ঘাগড়া) , উপজেলা/থানা-
কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা
হইয়াছে।