গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ০৩ জন আসামী গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) টিটু সরকার সংগীয় ফোস সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া চুরি মামলার আসামী ১। মিলন ফকির (২৪), পিতা: শামছুদ্দিন ফকির, সাং- ২৪নং ওয়ার্ড, বয়ড়া পাগলা বাজার, ফকিরবাড়ি, থানা: কোতোয়ালী, জেলা: ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
ইহাছাড়াও এএসআই ফরহাদ হোসেন, এএসআই সোহরাব হোসেন থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ০২টি সিআর বডি তামিল করেন।
১। মোঃ শাহীন সরকার(প্রোঃ রাজ এন্টার প্রাইজ), পিতা-মোঃ লুৎফর রহমান সরকার বাচ্চু সরকার, স্থায়ী: গ্রাম- বাজিত পুর (৬ নং চর ঈশ্বর দিয়া) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।