ময়মনসিংহে ২ কেজি গাঁজা সহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বুধবার ২৬ জুন রাতে জেলার ভালুকা ও ফুলপুর উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ ওসি ফারুক হোসেন জানান-গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ইতিমধ্যে মাদকের বিরুদ্ধে জিরোটলারেন্স নীতি গ্রহণ করেছে। সরকারের এই নির্দেশনা বাস্তবায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনামোতাবেক জেলা পুলিশ সুপার মাসুম আহমেদ ভূইয়া এর নেতৃত্বে ময়মনসিংহ জেলাকে মাদকমুক্ত করার লক্ষে কাজ করছ জেলা গোয়েন্দা পুলিশ। সেই লক্ষ নিয়ে ২৬ জুন রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা ভালুকা ও ফুলপুর উপজেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।অভিযানের অংশ হিসাবে জেলা গোয়েন্দা পুলিশের এসআই(নিঃ) মাহফুজুর রহমান সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে জেলার ভালুকা মডেল থানাধীন ভান্ডাবর সাকিনস্থ ভালুকা সরকারী কলেজ এর ০১নং গেইটের সামনে পাকা রাস্তার উপর হইতে ০১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ সাইফুল ইসলাম (৫০) কে গ্রেফতার করা হয়। সে উপজেলার মুন্সিরভিটা এলাকার মোঃ মোরশেদ আলীর পুত্র। গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ০২ টি মামলা আছে বলেও জানান তিনি। অপর দিকে একই তারিখে ফুলপুর থানাধীন বাঁশাটি কান্দাপাড়া সাকিনস্থ জনৈক ওমর ফারুক এর মুদির দোকানের সামনে গোয়েন্দা পুলিশের এসআই(নিঃ) শেখ গোলাম মোস্তফা রুবেল সংগীয় অফিসার ও ফোর্স অভিযান চালিয়ে আনিজুল (৪০),ইলিয়াস মিয়া (২৬), মোঃ সুমন মিয়া (৩৮)
নামের আরো ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।এসময় তাদের নিকট থেকে০১ কেজি গাঁজা উদ্বার করা হয়েছে বলে জানান ডিবি ওসি ফোসেন। গ্রেফতারকৃত আসামী আনিজুল (৪০) এর বিরুদ্ধে ০১ টি মামলা আছে জানিয়ে তিনি জানান- গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন ওসি । উদ্ধারকৃত ০২ কেজি গাঁজা উদ্ধার ও গ্রেফতারকৃত ০৪ জন আসামীর বিরুদ্ধে ভালুকা মডেল ও ফুলপুর থানায় পৃথক পৃথক মামলা দায়ের করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা পুলিশ।