মাহমুদুল্লাহ রিয়াদ, ময়মনসিংহ:
নো হেলমেট-নো ফুয়েল ময়মনসিংহে পেট্রোল পাম্প মালিকদের সঙ্গে জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাছুম আহাম্মদ ভূঞা মতবিনিময় করছেন। রোববার (১৯ মে) বিকালে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতি রোধে সচেতনতা বৃদ্ধি করতে (১৯ মে ২০২৪) রবিবারের উক্ত সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলার সম্মানিত পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, (বিপিএম, পিপিএম)।
পুলিশ সুপার বলেন, কোন ব্যক্তি হেলমেট ছাড়া তেল নিতে এসে মালিক বা ম্যানেজারের সাথে খারাপ আচারন করে তাহলে তাকে আটক করা হবে। সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করার জন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে। যতগুলো সড়ক দুর্ঘটনা হয়ে মারা গেছে তার মধ্যে হেলমেট বিহীন এর সংখ্যা বেশি। প্রতিটি পেট্রোল পাম্পকে সিসিটিভির আওতায় আনার পরামর্শ দেন ।
ময়মনসিংহ জেলার সকল পেট্রোল পাম্প মালিক জেলা পুলিশের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
উক্ত সভায় উপস্থিত ছিলেন ফাল্গুনী নন্দী, অতিরিক্ত পুলিশ সুপার,(ডিএসবি), (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) এম এম মোহাইমেনুর রশিদ, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক), মোঃ শাহীনুল ইসলাম ফকির, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, মোঃ সুমন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার, গৌরীপুর সার্কেল, আফরোজা নাজনীন, অতিরিক্ত পুলিশ সুপার (গফরগাঁও সার্কেল), অরিত সরকার, সহকারী পুলিশ সুপার,ত্রিশাল সার্কেল, মোঃ আতাহারুল ইসলাম তালুকদার, সহকারী পুলিশ সুপার, ফুলপুর সার্কেল, সাগর সরকার, সহকারী পুলিশ সুপার, হালুয়াঘাট সার্কেল, তাহমিনা আক্তার, সহকারী পুলিশ সুপার,(এসএএফ) সহ থানার অফিসার ইনচার্জ বৃন্দ, জেলা ট্রাফিক বিভাগের কর্মকর্তা বৃন্দ, এবং পেট্রোল পাম্পের মালিক বৃন্দ।