গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ
ময়মনসিংহ জেলার সম্মানিত সংসদ সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভাগ ও জেলা পর্যায়ের উর্ধ্বতন সরকারী কর্মকর্তাবৃন্দ এবং জাতির বীর সন্তান মুক্তিযোদ্ধাদের সাথে পুলিশ সুপার এর ঈদ পুনর্মিলনী উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ঈদ-উল-আযহা মানে হল ত্যাগের অমোঘ দীক্ষায় দীক্ষিত হয়ে আনন্দকে সকলের মাঝে ভাগ করে নেয়া। আর এই মহৎ উদ্দেশ্যে গত ২৩ জুন, ২০২৪ তারিখ রবিবার পুলিশ লাইন্স কল্যাণ শেডে ময়মনসিংহ জেলার রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভাগ ও জেলার সর্বোচ্চ পর্যায়ের সরকারী কর্মকর্তাবৃন্দ এবং মুক্তিযোদ্ধাদের স্বত:স্ফূর্ত ও প্রাঞ্জল উপস্থিতিতে অনুষ্ঠিত হয় বর্ণিল ঈদ পুনর্মিলনী, নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনন্য এই আয়োজনে উপস্থিত থেকে অনুষ্ঠানের আনন্দকে ভিন্ন মাত্রা দিয়েছেন ময়মনসিংহ জেলার মাননীয় সংসদ সদস্যগণ। এসময় উপস্থিত ছিলেন শরীফ আহমেদ, এমপি, ময়মনসিংহ -০২, ফাহমী গোলন্দাজ বাবেল, এমপি, ময়মনসিংহ -১০, কৃষিবিদ ড. নজরুল ইসলাম, এমপি, ময়মনসিংহ-০৫, মাহমুদুল হাসান সুমন, এমপি, ময়মনসিংহ -০৮, এ বি এম আনিছুজ্জামান, এমপি, ময়মনসিংহ -০৭, মোহাম্মদ আব্দুল ওয়াহেদ, এমপি, ময়মনসিংহ -১১, মোঃ আঃ মালেক সরকার, এমপি, ময়মনসিংহ -০৬।
মাহমুদুল হক সায়েম, এমপি, ময়মনসিংহ -০১, অধ্যাপক ইউসুফ খান পাঠান, চেয়ারম্যান, জেলা পরিষদ, ময়মনসিংহ, এহতেশামুল আলম, সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, ময়মনসিংহ জেলা শাখা, মোঃ আমিনুল হক শামীম, সভাপতি, ময়মনসিংহ চেম্বার-অব-কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ মহোদয়গণ।
ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি মোঃ শাহ আবিদ হোসেন বিপিএম (বার), পিপিএম ও তাঁর সহধর্মিনীসুরাইয়া সুলতানা, উপদেষ্টা, পুনাক, ময়মনসিংহ, মোঃ আশরাফুর রহমান, পুলিশ সুপার, ট্যুরিস্ট, ময়মনসিংহ রিজিয়ন, খোন্দকার নজমুল হাসান পিপিএম (বার), অতিরিক্ত ডিআইজি ময়মনসিংহ রেঞ্জ, মোঃ আসাদ উল্লাহ চৌধুরী পিপিএম-সেবা, অতিরিক্ত ডিআইজি, এটিইউ, ময়মনসিংহ বিভাগ, সৈয়দ আবু সায়েম পিপিএম-সেবা, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড অপস্), ময়মনসিংহ রেঞ্জ, জনাব তানিয়া মোস্তফা, উপদেষ্টা, পুনাক, ময়মনসিংহ, দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, জেলা প্রশাসক, ময়মনসিংহ, মোঃ ফারুক হোসেন, পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ময়মনসিংহ রেঞ্জ, মাছুম আহাম্মদ ভূঞা বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, ময়মনসিংহ।
ডা. রেবেকা শারমিন, সভানেত্রী, পুনাক, ময়মনসিংহ, খন্দকার খালিদ বিন নূর, ককমান্ড্যান্ট, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, ময়মনসিংহ ও তাঁর সহধর্মিণী, সানজিদা তাসমীম, সভাপতি, লেডিস ক্লাব, ময়মনসিংহসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও তাদের সহধর্মিণীবৃন্দ, ময়মনসিংহ জেলার সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ, পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন)বৃন্দ, সশস্ত্র ইন্সপেক্টরবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যবৃন্দ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আমরা বিশ্বাস করি, ময়মনসিংহের জনসাধারণের সর্বাঙ্গীন কল্যাণ সাধনে জেলা ও বিভাগীয় পর্যায়ের সকল উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের সাথে সম্মানিত পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এই চমৎকার আন্তঃসম্পর্ক ও সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ঈদের অনাবিল আনন্দ ছড়িয়ে যাক প্রতিটি ঘরে, প্রতিটি হৃদয় ভরে উঠুক ত্যাগের অনিন্দ্য মহিমায়।