ময়মনসিংহ নগরীর আমলাপাড়া এলাকায় মন্দির সংলগ্ন দখলকৃত পুকুর ভরাট করে রেখে ছিল। দীর্ঘদিন পর সরকারি খাস জমি উদ্ধার করে জেলা প্রশাসনের তত্বাবধানে পুনরায় পুকুর খনন কাজ শুরু হয়েছে ।
ময়মনসিংহে খাস জমিতে পুকুর খনন কাজ উদ্বোধনে -এমপি
গতকাল সোমবার (১৫ জুলাই) দুপুরে খনন কাজের উদ্বোধন করেন ময়মনসিংহ-৪ সদর আসনের সংসদ সদস্য মোহিত উর রহমান শান্ত।
এসময় জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ, সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আসাদুজ্জামান রনি, এডভোকেট রেজাউল করিম রেজা সহ পৌর ভূমি অফিসের কর্মকর্তা সিরাজুল ইসলাম, সার্ভেয়ার মতিউর রহমান, সার্ভেয়ার ফয়সাল, অফিস সহকারী উমর ফারুক সহ ভূমি অফিসের কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য গত ৩ জুলাই নগরীর আমলাপাড়ায় সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান রনি অভিযান পরিচালনা করেন ২৫ শতক খাস জমি উদ্ধার করেন। সদর উপজেলার টাউন মৌজায় খতিয়ান ১ দাগ নং ৩১৭৯/৩৫০২ আমলাপাড়ায় (শেরপুকুর) ২৫ শতাংশ জমি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৪০কোটি টাকা।