ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ১৯ অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি মাইন উদ্দিন জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে অপরাধমুক্ত নগরী গড়তে কোতোয়ালি মডেল থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এর অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় অভিযান পরিচালনা করে ১৯ জনকে গ্রেফতার করা হয়।
এর মাঝে এএসআই জিএম নূরে আলম সংগীয় অফিসার ও ফোর্সের সহায়তায় বোররচর ইউপি বনপাড়া থেকে ৭ জুয়াড়ী গ্রেফতার করে। তাদের কাছ থেকে জুয়ার সামগ্রী ও নগদ টাকা উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, মোঃ আঃ রাজ্জাক, মোঃ কালু, মোঃ আবুল কাশেম, মোঃ হুনামদির, মোঃ কামরুল, আমিরুল, মোঃ আওয়াল।
এসআই রুবেল মিয়া, সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ জুয়েল মিয়াকে ১০ গ্রাম হেরোইনসহ, এএসআই আবু সায়েম, ৩নং ফাড়ি সংগীয় অফিসার ও ফোর্স সহ অন্যান্য মামলার আসামী বাদল, এসআই রিফাত আল আফসানী ২নং ফাড়ি, সংগীয় অফিসার ও ফোর্স সহ ডাকাতির চেস্টা মামলার আসামী মোঃ আরিফ মিয়া, এসআই শামছুজ্জামান, সংগীয় অফিসার ও ফোর্সের সহায়তায় চুরি মামলার আসামী আসিফ, আমিনুল ইসলামকে গ্রেফতার করে।
এছাড়া এসআই শুভ্র সাহা এসআই দেবাশীষ সাহা, এসআই অসীম কুমার দাস, এসআই নুর মোহাম্মদ সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আরো সাত পলাতক আসামিকে গ্রেফতার করে। তারা হলো, মোঃ ইনজামাম উল হক নারু গোপাল সরকার,
৩। নারু গোপাল সরকার, নারু গোপাল সরকার, নারু গোপাল সরকার, নারু গোপাল সরকার ও মৃদুল। তাদেরকে বৃহস্পতিবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ পরিদর্শক তদন্ত আনোয়ার হোসেন জানিয়েছেন।