ময়মনসিংহে গ্যাসের সরবরাহ বন্ধ রয়েছে এবং মেরামত কার্যক্রম চলমান।
গত ২৪/৬-২০২৪ ইং ত্রিশাল থানাধীন নারায়ণপুর গ্রামে একটি কারখানার ভবন নির্মাণের সময় তিতাস গ্যাসের ঢাকা-ময়মনসিংহ সংযোগ পাইপলাইন ক্ষতিগ্রস্থ হয়। এই কারণে ময়মনসিংহের বিভিন্ন স্থানে গ্যাসের সরবরাহ বন্ধ রয়েছে। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। তিতাস গ্যাসের ডিজিএম নারায়ণ চন্দ্র দে জানিয়েছেন যে, অত্যন্ত জটিল ও স্পর্শকাতর এই মেরামত কাজ ইতোমধ্যে চলমান রয়েছে এবং আজকের মধ্যেই গ্যাস সংযোগ পুনঃস্থাপিত হওয়ার ব্যাপারে তিনি আশা প্রকাশ করেন।