ময়মনসিংহের কোতোয়ালী থানাধীন ইসলামবাগ এলাকা থেকে মাদক সম্রাজ্ঞী মোছাঃ সুরমা বেগম (৩৮)-কে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিএসসি, ময়মনসংহ।
১। র্যাব তার প্রতিষ্ঠালগ্ন থেকে জঙ্গি ও সন্ত্রাস, মাদক, অস্ত্র, অপহরণ, হত্যা, নারী নির্যাতন ও ধর্ষণসহ বিভিন্ন প্রকার অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে আপসহীন অবস্থানে থেকে কাজ করে যাচ্ছে, যা দেশের সর্বস্তরের জনসাধারণ কর্তৃক ইতোমধ্যেই বিশেষ ভাবে প্রশংসিত হয়েছে। র্যাব-১৪ এর দায়িত্বপূর্ণ এলাকায় মাদকের মতো চাঞ্চল্যকর অপরাধ কর্মকাণ্ড দমনের লক্ষ্যে র্যাব ফোর্সেস অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় এনে সমাজ তথা দেশকে বাঁচাতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
২। এরই ধারাবাহিকতায়, ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার মামলা নং-৪৪, তারিখঃ ২৬/০৭/২০২৩খ্রি., ধারাঃ ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ১৯(ক) এজাহারনামীয় পলাতক আসামি মোছাঃ সুরমা বেগম (৩৮)‘কে গ্রেফতারের লক্ষ্যে র্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ গোয়েন্দা তৎপরতা শুরু করে। উক্ত এজাহারনামীয় পলাতক আসামি ময়মনসিংহ কোতোয়ালি থানাধীন ইসলামবাগ এলাকায় অবস্থান করছে মর্মে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে ১৫ সেপ্টেম্বর ২০২৪খ্রি. তারিখ সময় ১৭.১৫ ঘটিকায় র্যাব-১৪, সিপিএসসি কোম্পানির অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শামসুজ্জামান এর নেতৃত্বে একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে মাদক মামলার এজাহারনামীয় পলাতক আসামি মোছাঃ সুরমা বেগম (৩৮), পিতা- মোঃ সোবাহান, স্বামী- মোঃ লিটন মিয়া, সাং- ইসলামবাগ (হাজী কাশেম আলী কলেজের পিছনে), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ‘কে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি বর্ণিত মামলার এজাহারনামীয় পলাতক আসামি বলে স্বেচ্ছায় স্বীকার করে। উল্লেখ্য যে, মাদক সম্রাজ্ঞী মোছাঃ সুরমা বেগম এর বিরুদ্ধে ১২/১৩ টি মাদক মামলা বিচারাধীন রয়েছে।
৩। গ্রেফতারকৃত আসামীকে ময়মনসিংহ জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিকট হস্তান্তর করা হয়েছে।
৪। পলাতক আসামি গ্রেফতারের লক্ষে র্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।