উপজেলা ভূমি অফিস মানেই যেন দুর্ভোগ আর ভোগান্তি, দিনের পর দিন সেবা পেতে অপেক্ষা। ময়মনসিংহ সদর উপজেলা ভূমি অফিসও তার বাইরে ছিল না। একটা সময় এখানে নথি গায়েবের ঘটনা ঘটতো। সেই নথি খুঁজে পেতে মাথার ঘাম পায়ে পড়ার দশা হতো মানুষদের। কিন্তু উপজেলায় অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসেবে যোগদান করেই সেই চিত্র বদলে দেন মো. ফকরুল হাসান ।
মো. ফকরুল হাসান জনগণের দুর্ভোগ ও হয়রানি কমিয়ে দেওয়ার সেই প্রচেষ্টা এবার হলো পুরস্কৃত। ভূমি সেবায় গুরুত্বপূর্ণ অবদানে ময়মনসিংহের সদর উপজেলার শ্রেষ্ঠ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসেবে সম্মাননা ও পুরুষ্কার পেলেন।
প্রযুক্তির প্রসার ও উদ্ভাবনের মাধ্যমে নাগরিক সেবায় অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ পুরস্কার ও সম্মাননা দেওয়া হয়েছে।
সোমবার (১০ জুন) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট ভুমি ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা ও ইনোভেশন প্রদর্শনী অনুষ্ঠানে ফকরুল হাসান কে ‘শ্রেষ্ঠ পুরস্কার ও সম্মাননা ২০২৪’ তুলে দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দিদারের আলম মাকছুদ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)সহ সদর উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস, সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রনি।
এসময় যারা তাকে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ দিদারের আলম মাকছুদ চৌধুরী, সদর উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস, সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রনিসহ সিনিয়র কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা। তারা আমার সব কাজে অনুপ্রেরণা ও উৎসাহ যুগিয়েছেন। ভবিষ্যতেও মানুষের জন্য ভালো কিছু করে যেতে চাই।’