রোববার প্রথম কর্ম দিবসেই হইচই সচিবালয়ে, একে একে আসছেন অন্তর্বর্তীকালের সরকারের উপদেষ্টারা।
এর মাঝেই সরকারি গাড়ি থেকে নামলেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং বর্তমান সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া। কিছুটা জড়োসড় লিফটে হয়েই চড়েন নিজের কক্ষে যাওয়ার জন্য।নির্ধারিত কক্ষে গিয়ে দিনের পত্রিকা পড়ার পাশাপাশি নিজের ব্যক্তিগত সচিব এবং কর্মকর্তাদের কাছ থেকে জেনে নেন কর্ম পন্থা। এরপর মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের মুখোমুখি হন নতুন উপদেষ্টা । জানান আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনে দ্রুতই সিদ্ধান্ত নিবেন সরকার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই মুহূর্তে অভিভাবকহীন কাগজে কলমে প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন থাকলেও তিনি কোথায় আছেন তা কেউ জানেন না। বিষয়টি নিয়ে আলোচনা হলেও বাধ্যবাধকতা থাকায় হস্তক্ষেপ করার মত অবস্থান নেই বলে জানান আসিফ মাহমুদ । প্রথম কর্ম দিবসে গুরুত্বপূর্ণ আরো কয়েকটি সিদ্ধান্ত নিয়েছেন উপদেষ্টা এর মধ্যে অন্যতম শেখ হাসিনার যুব উন্নয়ন ও ক্রীড়া ইনস্টিটিউটের নাম পরিবর্তন করে বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট এর নাম করা হবে