কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচটিতে চোখ থাকবে পুরো ফুটবল বিশ্বের। রোববার (৭ জুলাই) সকাল ৭টায় সেই ম্যাচে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এর আগে ভোর ৪টায় কলম্বিয়া-পানামা ম্যাচ রয়েছে। তবে সেই ম্যাচ ছাপিয়ে আলোচনার কেন্দ্রে রয়েছে সেলেসাও বাহিনী।
বাঁচা-মরার ক্ষণে দাঁড়িয়ে ব্রাজিল
বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে। তাতে পরাশক্তি হিসেবে ব্রাজিলের ওপরে চাপ আরও বেড়েছে। যেখানে চিন্তার ভাঁজ তৈরি করেছে ব্রাজিলের বাজে ও উরুগুয়ের উড়ন্ত ফর্ম। উরুগুয়ে গ্রুপ পর্বের তিন ম্যাচেই জয় পেয়েছে। ব্রাজিলের জয় ছিল মাত্র ১টি, বাকি ২ ম্যাচে ড্র।