বন্যার পানিতে তলিয়ে গেছে কচু ফসলের ক্ষেত ৩লক্ষ টাকার ক্ষতির আশঙ্কা ভেঙে গেছে কৃষকের স্বপ্ন।
স্টাফ রিপোর্টার : দৈনিক হেমন্ত কাল
-
আপডেটের সময় :
বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
-
১৪৭
টাইম ভিউ :
বন্যার পানিতে তলিয়ে গেছে কচু ফসলের ক্ষেত ৩লক্ষ টাকার ক্ষতির আশঙ্কা ভেঙে গেছে কৃষকের স্বপ্ন।
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় পানির নিচে তলিয়ে গেছে ধোবাউড়া উপজেলা সদরসহ কয়েকটি ইউনিয়নের আমনের বীজতলাসহ তলিয়ে গেছে কচু ক্ষেত, এবং নষ্ট হয়ে গেছে সবজি ও শশ্য ফসলের বাগান।
বন্যার পানিতে তলিয়ে গেছে কচু ফসলের ক্ষেত ৩লক্ষ টাকার ক্ষতির আশঙ্কা ভেঙে গেছে কৃষকের স্বপ্ন।
এতে করে কৃষকদের ক্ষতির আশঙ্কা রয়েছে। অনেক আশা নিয়ে দর্শাগ্রামের কৃষক আবু সাঈদ প্রায় (দেরএকর) জমিতে বাঁশকচু রোপন করে বিক্রিও শুরু করে ছিলেন কিন্তু বাধ সাধে বন্যার পানি ক্ষেতকে ডুবিয়ে দিয়েছে এতে ৩ লক্ষ টাকার ক্ষতির আশ করছে।হতাশাই দিন কাটাচ্ছেন কৃষক সাঈদ
একাধিক কৃষক জানিয়েছেন, বাড়ির আঙ্গিনায় তাদের পুষ্টি বাগানের ক্ষতি হয়েছে।
কৃষক খবু সাইদ তার কৃষির যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে উঠতে সরকারের দৃষ্টি আকর্ষন করেছেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তর সূত্র জানায়, উপজেলার প্রায় ৫০ হেক্টর আউশ, বিভিন্ন সবজি, বীজতলা ও অন্যান্য ফসলের ক্ষেত বন্যায় নিমজ্জিত হয়ে গেছে।
ধোবাউড়া উপজেলা কৃষি অফিসার গোলাম সারোয়ার তোষার, জানান, এই বার বৃষ্টি এবং পাহাড়ি ঢলে ক্ষতির পরিমাণ প্রায় ৫০ হেক্টর জমি, যার মাঝে আউশ, বীজতলা , সবজি সহ বিভিন্ন জাতের কৃষি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা সার্বিক দিক দিয়ে কৃষকের খোজ খবর নিচ্ছি, আর্থিক সহযোগিতা করার আশ্বাস দেন কৃষি কর্মকর্তা।
আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন
এই বিভাগের আরো খবর