ময়মনসিংহের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর নিবেদিত শিক্ষার্থীরা গত সাত দিন কুমিল্লার বুড়িচং থেকে ফেনীর পাঠান নগর, ৬ গ্রাম, ১৪ গ্রাম, ভ্রান্তি গ্রাম, মহিষ পাড়া,ইশা পাড়া, কিং বাজেহোড়া,মাস্টার পাড়া, কোড বাড়ী,আগ্যাপুর গ্রাম,ছয় গ্রাম, পাঠান নগর, ছাগলনাইয়া উপজেলার প্রতিটা এলাকায় ২৩ জনের একটি টিম বিভিন্ন ভাবে বিভক্ত হয়ে রেসকিও ও ত্রান বিতরণ করে ময়মনসিংহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর নিবেদিত শিক্ষার্থীরা ।
উদ্ধার কাজের পরে ৫ হাজারেরও বেশি পরিবার কে খাবার, বিশুদ্ধ পানি, ঔষধ,পানি পিউরিফাই ট্যাবলেট,খাবার স্যালাইন, খেজুর,চিনি, বিস্কিট সহ আরো অন্যান্য প্রয়োজনীয় জিনিস তাদের মাঝে বন্টন করে বিতরণ করেন এবং এক হাজারের বেশি পরিবারকে নিরাপদ আশ্রয়ে নিতে সক্ষম হয়। কারেন্ট নেই ভয়াবহ – দুর্গন্ধ আবহাওয়া, নোংরা পরিবেশ পরিস্থিতি মোকাবেলা করেই চালিয়েছেন দায়িত্বের লড়াই।