শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
ঈশ্বরগঞ্জে বেসিক ব্যাংকে ডাকাতির চেষ্টা,অতঃপর ফেলানী হত্যায় ভারত ও শেখ হাসিনা দায়ী – রাশেদ প্রধান ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে ইং ০৬/০১/২০২৫ তারিখ গ্রেফতার ০৫ জন। চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট চাঁদগাঁও থানাধীন এক কিলোমিটার ভি আই পি ক্লাবে বিকাল ৩ ঘটিকার সময় জাতীয়তাবাদী নারী অধিকার ফোরাম কতৃক আয়োজিত নারী সমাবেশ অনুষ্ঠিত। ধান ক্ষেতে লাশ, মাত্র ২দিনে হত্যার রহস্য উদঘাটন করে আসামী গ্রেফতার করলো পিবিআই মোহনগঞ্জে গলায় ফাঁস দিয়ে কৃষকের আত্মহত্যা ময়মনসিংহের ত্রিশালে ১২নং আমিরাবাড়ী ইউনিয়নের গুজিয়াম কাঠালবন্দ এলাকার হাসান (২৪) হত্যার বিচারের মাধ্যমে ফাঁসির দাবিতে মানববন্ধন মোহনগঞ্জে লাইট্টাইর জলমহাল নিয়ে বিরোধ বাড়ী-ঘরে হামলা ও লুট ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে ইং ০১/০১/২০২৫ তারিখ গ্রেফতার ০১ জন। মোহনগঞ্জে প্রেসক্লাব সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়

বঙ্গবন্ধু’র ৪৯তম শাহাদাত বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : দৈনিক হেমন্ত কাল
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ১৮৯ টাইম ভিউ :
বঙ্গবন্ধু'র ৪৯তম শাহাদাত বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
বঙ্গবন্ধু'র ৪৯তম শাহাদাত বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

স্বাধীনতার মহান স্থপতি বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে আজ সোমবার (১৫ জুলাই) সকাল ১১.০০ঘটিকায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয় সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।

বঙ্গবন্ধু'র ৪৯তম শাহাদাত বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বঙ্গবন্ধু’র ৪৯তম শাহাদাত বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সভায় সভাপতি বলেন, দিবসটি কেন্দ্র করে জাতীয় পতাকা উত্তোলন সুন্দর ও সঠিকভাবে এবং নিয়ম মেনে করতে হবে। পতাকা ছেঁড়া বা দন্ড যেন বাঁকা না হয়। জাতীয় পতাকা অবমাননা মানে দেশকে অবমাননা করা। বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদাত বার্ষিকী আমাদের যথাযথভাবে পালন করতে হবে। বঙ্গবন্ধুর জীবন ও দর্শন থেকে দেশপ্রেমের শিক্ষা নিতে হবে। দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

জেলা প্রশাসক বলেন, ১৫ আগস্ট সকল সরকারি ও আধা-সরকারি অফিস, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের প্রধান ও শাখা কার্যালয়, সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। সংশোধিত পতাকা বিধিমালা অনুসারে পতাকা অর্ধনমিত রাখার ক্ষেত্রে পতাকা প্রথমে পতাকাদণ্ডের সর্বোচ্চ চূড়া পর্যন্ত উত্তোলন করতে হবে। এরপর পতাকা দণ্ডের এক-চতুর্থাংশের দৈর্ঘ্যের সমান নিচে নামিয়ে পতাকাটি স্থাপন করতে হবে। পতাকা নামানোর সময় ফের পতাকা দণ্ডের সর্বোচ্চ চূড়া পর্যন্ত তুলে এরপর নামাতে হবে।

বঙ্গবন্ধুর জীবন ও দর্শনকে কেন্দ্র করে ০১ মিনিটব্যাপী ভিডিওচিত্র তৈরির প্রতিযোগিতা ‘আমার চোখে বঙ্গবন্ধু’ প্রোগ্রামে প্রত্যেকটি স্কুল ও কলেজ যেন অংশগ্রহণ করে ও যথাযথভাবে পালন করে। সকল পর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারীগণ যাতে গৃহীত কর্মসূচিতে অংশগ্রহণ করে এবং যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করে এমনটি নির্দেশনা দেন সভাপতি।

দিবসটি উপলক্ষ্যে সারা দেশের ন্যায় ময়মনসিংহেও বাদ জোহর মসজিদসমূহে বিশেষ মোনাজাত এবং মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ প্রার্থনার আয়োজন থাকবে। আগামী ০১ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীকে কালো ব্যাজ পরিধান করার নির্দেশনা রয়েছে।

এ উপলক্ষ্যে ১৫ আগস্ট সকাল ৮.০০ঘটিকায় সার্কিট হাউজ সংলগ্ন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দিনভর বিভিন্ন স্কুল-কলেজে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সকাল ১০.০০ঘটিকায় এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ময়মনসিংহের যুগ্ম-পরিচালক বলেন, অনলাইনে একটা গ্রুপ সরকারকে বেকায়দায় ফেলতে চায়। তাই কোনোকিছু লাইক, কমেন্ট, শেয়ার করার আগে এর সত্যতা যাচাই করতে হবে। সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম বলেন, সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে সেদিন কমিউনিটি ক্লিনিকে ফ্রি ক্যাম্পিং করা হবে।

পুলিশ সুপারের প্রতিনিধি মোঃ শামীম হোসেন (পদোন্নতি প্রাপ্ত এসপি) বলেন, ফুল দেওয়ার সময় সবাইকে সচেতন থাকতে হবে। অপরিচিত কেউ যাতে দলে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে সজাগ থাকতে হবে। বঙ্গবন্ধু ও জাতীয় পতাকা কেউ অবমাননা করলে সাথে সাথে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর অনুরোধ করেন তিনি। এছাড়াও তিনি কোনো প্রকারের ব্যাগ ও পার্স আনতে নিরুৎসাহিত করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক আজিম উদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড এর সদস্যবৃন্দ, বিভিন্ন স্কুল ও কলেজের প্রধানগণ এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরসমূহের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর


All rights © 2024 ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Esaitbd Soft Lab- UAE/BD