ময়মনসিংহ ফুলবাড়িয়া উপজেলার ১২ নং আছিম পাটুলি ইউনিয়নে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের ভাংচুরের ও লুপাটের অভিযোগ পাওয়া গেছে।এ বিষয়ে ইউনিয়ন ডিজিটাল সেন্টার এর উদ্যোক্তা মোছাঃ বিউটি আক্তার ও মো কামরুজ্জান ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন। উক্ত অভিযোগে বলা হয়েছে গত ০৯-০৮-২০২৪ইং তাঃ বরখাস্তকৃত ১২ নং আছিম পাটুলি ইউনিয়ন বরখাস্ত চেয়ারম্যান জনাব ইমরুল কায়েস আমাদের ইউনিয়ন ডিজিটাল সেন্টার কিছু সংখ্যক লোক দিয়ে অতর্কিতভাবে হামলা চালায় এবং রুমে থাকা pc ওয়াই ফাই ও তার ছিড়ে ফেলে। এই অভিযোগ পাওয়া গেছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আছিম ইউনিয়নের সচিব মোঃ বিল্লাল হোসেন বলেন, জনাব ইমরুল কায়েসের কাছে এ ধরনের আচরণ কখনোই আশা করিনি।তিনি যা করেছেন তা মেনে নেওয়ার মতো নয়।একজন আদর্শ চেয়ারম্যানের কাছে এটা কখনোই কেউ আশা করবে না।
তার ও তাহার সাথে থাকা লোকজনের আচরণে আমরা সম্পন্ন হতাশ।
আমি আশা করব অনতি বিলম্বে আমাদের অফিসের ল্যাপটপসহ যা যা নিয়েছেন আমরা জরুরি ফেরৎ দিন নইলে আমরা আইনের আশ্রয় নিতে বাধ্য হব।
ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারে দায়িত্ব পালন করা বিউটি আক্তার বলেন আমি বহিস্কৃত চেয়ারম্যান ইমরুল কায়েস ভাইয়ের কাছে এ ধরনের আচরণ কখনোই আশা করিনি। তাহার সাথে থাকা লোকজন আমাকে ও পরিষদের কমকর্তা কর্মচারিদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন। তার মত এমন একজন দায়িত্বশীল লোক এমন কাজ করবে তা কল্পনাও করতে পারিনি।আমি চাই তিনি আমাদের প্রয়োজনীয় জিনিস পএ জরুরি ভিত্তিতে ফেরত দিন। আমরাদের অনেক জরুরি কাজ আমরা করতে পারছি না। অন্যথায় আমরা আইনের আশ্রয় নিতে বাধ্য হব।
ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের সহকারী কামরুজ্জামান বলেন তারা গত ৮ তারিখ যে ধরনের আচরণ করেছেন তা আসলে নেক্কারজনক।আমাকে তারা বিভিন্ন প্রকার ল্হমকি দেয়।
অপর এক প্রশ্নের জবাবে কামরুজ্জামান বলেন কোন অধিকার বলে রুমের চাবি নিয়ে গেল চেয়ারম্যান সাহেব তা আমার বুজে আসে।
ইউপি সদস্যরা বলেন বহিস্কৃত চেয়ারম্যান ইমরুল কায়েস ইতিপূবে নানা অনিয়ম করে গেছে তা আমরা মুখ বুজে সহ্য করেছি এইবার সহ্য করব না।আমরা চাই এই বিষয়টির সঠিক তদন্ত হোক।
ইউনিয়ন পরিষদে ডিউটিরত গ্রাম পুলিশরা বলেন। ইমরুল কায়েস ও তার লোকজন অতর্কিতভাবে ইউনিয়ন পরিষদে ঢুকে পরে ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের চাবি নিয়ে যায়।এই দৃশ্য দেখে আমরা ভয় পেয়ে যাই।এমন দৃশ্য চাকরিরত অবস্থায় আমরা প্রথম দেখলাম।তার সাথে থাকা লোকজনের আচরণ দেখে আমরা সিউরে উঠি।তারা দরজায় আঘাত করে ও হট্টগোল শুরু করে।
আমরা তার অপকর্মের সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচার চাই।