সিনিয়র উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় পোনা মাছ অবমুক্তকরণ করা হয়েছে।
গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল। ২০২৪-২০২৫ অর্থবছরের রাজস্ব খাতের আওতায় উম্মুক্ত/প্রাতিষ্ঠানিক জলাশয়ে প্রায় ৫২০ কেজি পোনা বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ হাবিবুর রহমান তালুকদার, কৃষি অফিসার কৃষিবিদ নুর মোহাম্মদ, হিসাব রক্ষণ অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম, সাব রেজিস্ট্রার ওমর ফারুক, মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান প্রমুখ।