যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে রাইড শেয়ারিং অ্যাপ পাঠাওয়ের সহপ্রতিষ্ঠাতা বাংলাদেশি বংশোদ্ভূত ফাহিম সালেহ (৩৩) হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত হওয়ার পর ২৫ বছর বয়সী টাইরেস হাসপিলকে ৪০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
২০২০ সালের ১৩ জুলাই, ম্যানহাটনের লোয়ার ইস্ট সাইডের হিউস্টন স্ট্রিটের এক অভিজাত ফ্ল্যাটে ফাহিম সালেহকে নৃশংসভাবে হত্যা করা হয়। তার সাবেক সহকারী টাইরেস হাসপিল, ৪ লাখ ডলার চুরির ঘটনা গোপন করতে ফাহিমকে গলাকেটে হত্যা করে। উল্লেখযোগ্য যে, ফাহিম সালেহকে টুইটারে ফলো করতেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।