নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনায় সাংবাদিক ও বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোনা জেলা শাখার সাধারণ সম্পাদক মহিউদ্দিন তালুকদার সংবাদের তথ্য সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছেন। তিনি নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হামলার এ ঘটনায় নেত্রকোনা মডেল থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
শনিবার রাত সাড়ে নয়টার দিকে নেত্রকোনা পৌর শহরের রাজুর বাজারে হামলার এ ঘটনা ঘটেছে। এ হামলার ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ বিভাগীয় কমিটি ও নেত্রকোনা জেলা শাখার সভাপতি শামীম আহমেদ তালুকদার।
পুলিশ, এলাকাবাসী ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার পর মহিউদ্দিন সংবাদের তথ্য সংগ্রহ করতে নেত্রকোনা পৌর শহরের রাজুর বাজারে যান।রাত সাড়ে নয়টার দিকে তিনি মোবাইলে এক সহকর্মীর সাথে মোবাইল ফোনে কথা বলার সময় হঠাৎ সাদ্দাম নামে এক সন্ত্রাসী কয়েকজন লোক নিয়ে অতর্কিতে তার ওপর হামলা চালায়। এতে মহিউদ্দিন মাথার একপাশে ও পায়ে আঘাত পান। তিনি অচেতন অবস্থায় মাটিতে পড়ে যান। তাকে আহত অবস্থায় উদ্ধার করে সহকর্মী ও এলাকাবাসী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।
ভুক্তভোগী মহিউদ্দিন তার ওপর হামলার ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালামের বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন।
ভুক্তভোগী মহিউদ্দিন তালুকদার বলেন, সংবাদের তথ্য সংগ্রহ করতে গিয়ে আমি সন্ত্রাসী হামলায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছি।থানায় একটি লিখিত অভিযোগ ও করেছি। আমি ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করছি।
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম বলেন, আমি ঈদের ছুটিতে আছি।লিখিত অভিযোগ সম্পর্কে আমি জেনেছি। ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ বিভাগীয় কমিটি ও নেত্রকোনা জেলা কমিটির সভাপতি শামীম আহমেদ তালুকদার বলেন, সাংবাদিক মহিউদ্দিন সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছেন। এব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। আমরা অপেক্ষায় আছি প্রশাসনিক বিচারের আশায়। অন্যথায় বাংলাদেশ প্রেসক্লাবের তরফ থেকে কঠোর কর্মসূচি গ্ৰহণ করা হবে।