শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার চাঞ্চল্যকর শিশু হত্যা মামলার আসামী মোঃ রাসেল মিয়া কে গ্রেফতার করেছে র‌্যাব-১৪ মাজনুন “গল্পটা প্রেমের নয় প্রেমে পড়ার” ফুলবাড়িয়ায় দুই সাংবাদিককে পিটিয়ে আহত ময়মনসিংহ মহানগরীর রামবাবু রোড এলাকা থেকে নেশাজাতীয় Buprenorphine ইনজেকশনসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪ নজরুল বিশ্ববিদ্যালয়ে মাদক বিরোধী সচেতনতামূলক সভা ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কারের প্রয়োজনে ১৫১ সদস্য বিশিষ্ঠ কমিটি ঘোষণা ময়মনসিংহ জিলা স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ত্রিশালে দখল-চাঁদাবাজিতে বেপরোয়া বিএনপির নেতাকর্মীরা সড়কজুড়ে খানাখন্দ ও ছোট বড় গর্তের কারণে, ভোগান্তির শিকার লক্ষাধিক মানুষ ময়মনসিংহে নগরীতে ফিলিং স্টেশনে অগ্নিকান্ডে হতাহত পরিবারা দের লাখ টাকা সহায়তা পেল

নিজের মাথায় গুলি করা সেই আনসার সদস্যের মৃত্যু

রিপোর্টারের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ১৬৬ টাইম ভিউ :

নারায়ণঞ্জের বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে নিরাপত্তার দায়িত্ব পালনকালে অস্ত্র দিয়ে নিজের মাথায় গুলি করা সেই আনসার সদস্য আফজাল মারা গেছেন।

সোমবার (২২ এপ্রিল) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ওই আনসার সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এরআগে বিকেল পৌনে ৫টার দিকে বন্দর উপজেলা পরিষদে ইউএনওর বাসভবনে নিরাপত্তার দায়িত্ব পালনকালে হাতে থাকা অস্ত্র দিয়ে নিজের মাথায় গুলি করে আত্মহত্যার চেষ্টা করেন আনসার সদস্য আফজাল। তিনি চট্টগ্রাম জেলার মিরসরাই থানার গজারিয়া গ্রামের ওহিদুর রহমানের ছেলে।

বন্দর উপজেলা কার্যালয়ের আনসার বাহিনীর গার্ড ইনচার্জ তোফাজ্জল হোসেন সময় সংবাদকে জানান, রোববার আফজাল হোসেনকে ইউএনও কার্যালয়ে নিরাপত্তাকর্মীর দায়িত্ব দিয়ে পাঠানো হয়। সেদিন বেলা ১১টায় তিনি কাজে যোগ দেন। বিকেল ৪ থেকে প্রথমদিনের ডিউটি করেন। সোমবারও বিকেল ৪টা থেকে আফজাল ইউএনও এম এ মুহাইমিন আল জিহানের বাসভবনের গেটে ডিউটি শুরু করেন।

তোফাজ্জল হোসেন আরও জানান, বিকেল আনুমানিক পৌনে ৫টার দিকে হঠাৎ গুলির শব্দ শুনি। আমিসহ অন্য সদস্যরা এবং ইউএনও বের হয়ে আফজালকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখি। ইউএনও তাৎক্ষণিক আফজালকে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আরেক আনসার সদস্য জানান, মেঝেতে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকা আফজাল হোসেনের দেহের পাশে পড়ে ছিল তার ব্যবহৃত শটগান ও হাতে লেখা কাগজের একটি চিরকুট। যেখানে দুই লাইনে লেখা ছিল ‘আমার মৃত্যুর জন্য আমি নিজে দায়ী’। এই দুই লাইন লেখার নিচে আফজালের নামে স্বাক্ষরও ছিল।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, আনসার সদস্য আফজাল নিজের ব্যবহৃত শটগান নিজের মাথায় ঠেকিয়ে নিজেই গুলি করে আত্মহত্যা করেছেন বলে আমরা জানতে পেরেছি। ঘটনাস্থল থেকে তার শটগান ও তার স্বাক্ষর কর একটি চিরকুট পাওয়া গেছে। তাই ধারণা করা হচ্ছে, আত্মহত্যার উদ্দেশে তিনি এ কাজ করেছেন। তবে এর কারণ বা এ বিষয়ে আর কোন তথ্য এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। আমরা তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি।

ঘটনাস্থল পরিদর্শন করা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) শেখ বিল্লাল হোসেন সময় সংবাদকে বলেন, গুলিবিদ্ধ আনসার সদস্য আফজাল হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয় বলে আমরা খবর পাই। এ ঘটনায় তদন্তসহ যথাযথ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর


All rights © 2024 ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Esaitbd Soft Lab- UAE/BD