ময়মনসিংহের নান্দাইলে বীজ ধান রোপণ করার জন্য বীজতলা তৈরি করতে গিয়ে এক যুবক খুন ও ৩ জন গুরুতর আহত হয়েছে।
এঘটনাটি ঘটে১৯ জুন বুধবার সকালে উপজেলার খারুয়া ইউনিয়নের মাটিকাটা গ্রামে ।
স্হানীয় এলাকাবাসী জানান সিরাজ উদ্দিন ও গিয়াস উদ্দিন ২ জন আপন ভাই । জমি জমা নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছে।১৯ জুন বুধবার সকালে সিরাজ ও তার ছেলেদের নিয়ে নিজ জমিতে ধানের বীজ রৌপন করার জন্য বীজতলা প্রস্তুত করতে গেলে ক্ষেতের আইল কাটাকে কেন্দ্র করে গিয়াস উদ্দিন তার লোকজন নিয়ে ঘটনাস্হলে পৌঁছে কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের উপর হামলা চালায়। ঘঠনা স্হলে লাল মিয়া সহ আরও ৩ জন গুরুতর আহত হয়। আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার লাল মিয়াকে মৃত বলে ঘোষনা করেন । সিরাজ ও তার দুই ছেলে আশংকা জনক অবস্থায় রয়েছে।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মজিদ জানান সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন , তদন্ত ও আইনি কার্যক্রম চলমান রয়েছে। মৃতের লাশ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এলাকার আইন শৃঙ্খলা রক্ষায় ঘঠনাস্হলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ।