ময়মনসিংহের নান্দাইলে সার্বিক উন্নয়ন কাজে অনিয়ম দূর্নীতি হলে কাউকে ছাড় দেওয়া হবে না- সেবা জনগণের দুয়ারে পৌঁছে দিতে হবে -সমন্বয় সভায় পরিকল্পনা মন্ত্রী
উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার উপজেলার কর্মকর্তাগণ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণের সাথে সার্বিক উন্নয়নমূলক কার্যক্রমের সমন্বয় সভায় এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। গণপ্রজতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী ও নান্দাইল উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মেজর জেনারেল (অব:) আব্দুস সালাম আরসিডিএস পিএসপি এমপি । নান্দাইল উপজেলা পরিষদ চত্বরে গার্ড অব অণার শেষে উন্নয়নমূলক কার্যক্রমের সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। সমন্বয় সভায় সুদক্ষ উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পালের সভাপতিত্বে প্রধান অতিথি মাননীয় পরিকল্পনামন্ত্রী নান্দাইলকে রোল মডেল উপজেলা হিসাবে গড়ে তুলতে আওয়ামীলীগ সরকারের উন্নয়ন যথাযথ বাস্তবায়ন করার জন্য উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণদের শতভাগ আস্থা রেখে কাজ করা সহ সাধারণ মানুষের সেবা তাদের দুয়ারে দুয়ারে পৌছে দেওয়ার আহ্বান জানান উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তাগণ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণের নীজ নীজ দপ্তরের চাহিদা ও সমস্যা গুলো প্রকাশ করার কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন মাননীয় পরিকল্পনা মন্ত্রীর একান্ত সচিব আব্দুল হামিদ, সহকারী একান্ত সচিব আবু নছর ভূইয়া মাসুক, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ ফয়জুর রহমান,বিশিষ্ট শিল্প উদ্যোক্তা আন্তর্জাতিক ফ্যাশন ডিজাইনার পরিকল্পনামন্ত্রীর জেষ্ঠ্যকন্যা ওয়াহিদা হোসেন রূপা,নান্দাইল মডেল থানার অফিসার ইনছার্জ আব্দুল মজিদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও চেয়ারম্যান বৃন্দ উপস্থিত ছিলেন।