জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন রাজনৈতিক দলের শীর্ষ ছয়টি পদ প্রায় চূড়ান্ত হয়েছে। দলটির সাংগঠনিক কাঠামোয় সমঝোতার ভিত্তিতে নতুন দুটি পদ যুক্ত করা হয়েছে।
নতুন কাঠামো অনুযায়ী, আহ্বায়ক, সদস্যসচিব, মুখপাত্র ও মুখ্য সংগঠকের পাশাপাশি জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব নামে দুটি নতুন পদ সংযোজন করা হয়েছে।
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সামনের সারিতে থাকা ছাত্রনেতারাই এই দলের নেতৃত্বে আসছেন। আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলাম এর নাম নিয়ে কোনো বিরোধ না থাকলেও সদস্যসচিব পদ নিয়ে কিছুটা মতবিরোধ ছিল। তবে সমঝোতার মাধ্যমে আখতার হোসেন এই পদে আসতে যাচ্ছেন বলে জানা গেছে।